East Bengal Transfer News: ইস্টবেঙ্গলে কি আদৌ আসছেন জয় গুপ্তা? জেনে নিন আসল সত্যিটা

East Bengal FC: জয় গুপ্তাকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরাও একাধিক গুঞ্জন ছড়াতে শুরু করেছিল। সোশ্যাল মিডিয়ায় দল-বদল সংক্রান্ত একাধিক খবর ছড়াতে শুরু করেছিল।

East Bengal FC: জয় গুপ্তাকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরাও একাধিক গুঞ্জন ছড়াতে শুরু করেছিল। সোশ্যাল মিডিয়ায় দল-বদল সংক্রান্ত একাধিক খবর ছড়াতে শুরু করেছিল।

author-image
Koushik Biswas
New Update
Jay Gupta East Bengal

ইস্টবেঙ্গলে আদৌ আসছেন জয় গুপ্তা? সামনে নয়া আপডেট

East Bengal FC: নতুন মরশুমের (ISL 2025-26) জন্য ইস্টবেঙ্গল এফসি ইতিমধ্যে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে। বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে তারা ইতিমধ্যে কথাবার্তা বলতে শুরু করেছে। তালিকায় রয়েছেন কয়েকজন ভারতীয় ফুটবলারও। ভারতীয় ফুটবলারদের তালিকায় যে দুটো নাম বেশ স্পষ্ট হয়ে উঠছিল, তাঁরা হলেন অভিষেক টেকচাম সিং (Abhishek Tekcham Singh) এবং জয় গুপ্তা (Jay Gupta)। রবিবার (২২ জুন) থেকেই শোনা যাচ্ছে, অভিষেককে সই করানোর ব্যাপারে ইস্টবেঙ্গল নাকি অনেকটাই পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাকি রইল জয় গুপ্তা। জয়কে শেষপর্যন্ত সই করাতে পারবে লাল-হলুদ ব্রিগেড? জেনে নিন তাহলে আসল সত্যিটা।

Advertisment

গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, অভিষেক টেকচাম সিংকে নাকি এফসি গোয়ার হয়ে খেলার প্রস্তাব দিয়েছিলেন মানোলো মার্কোয়েজ। কিন্তু, এফসি গোয়ায় অভিষেক পর্যাপ্ত গেম-টাইম পাবেন কি না, সেই ব্য়াপারে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। সূত্রের খবর, অভিষেককে যদি এফসি গোয়া সই করাতে পারে, তাহলে নাকি জয় গুপ্তাকে ছেড়ে দেওয়া হবে। আর এই খবর থেকেই যাবতীয় জল্পনার সূত্রপাত। লাল-হলুদ ব্রিগেডে গুঞ্জন শোনা যায়, জয় গুপ্তার জন্য অলআউট ঝাঁপাবে।

East Bengal Transfer Update: চ্যাম্পিয়ন্স লিগে খেলা 'গোলমেশিন' এবার ইস্টবেঙ্গলে, আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা

Advertisment

ছড়াতে শুরু করেছে একাধিক গুঞ্জন

এদিকে, জয় গুপ্তাকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরাও একাধিক গুঞ্জন ছড়াতে শুরু করেছিল। সোশ্যাল মিডিয়ায় দল-বদল সংক্রান্ত একাধিক খবর ছড়াতে শুরু করেছিল। এই ব্যাপারে একজন ইস্টবেঙ্গল সমর্থক রবিবার টাইমস অফ ইন্ডিয়ার ক্রীড়া সাংবাদিক মার্কাস মারগালহাওকে প্রশ্ন করেছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এফসি'র পক্ষ থেকে কোনও চুক্তি পাকা হয়নি। এই খবরটা মশালবাহিনীকে যে কিছুটা হলেও হতাশ করেছে, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২০ সালে ইস্টবেঙ্গল এফসি পা রেখেছিল ইন্ডিয়ান সুপার লিগে। কিন্তু, এখনও পর্যন্ত তারা একবারও সাফল্যের মুখ দেখতে পায়নি। পড়শি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট যেখানে ইতিমধ্যে ২ বার করে লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি জিতে নিয়েছে, সেখানে মশালবাহিনী এখনও পর্যন্ত সুপার সিক্সেই উঠতে পারেনি। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে সমর্থকদের হতাশা বাড়তে শুরু করেছে। বাড়তে শুরু করেছে ম্যানেজমেন্টের উপর ক্ষোভও। আর তাই আগামী মরশুমে ভাল দলগঠন করতে উঠেপড়ে লেগেছে ইস্টবেঙ্গল শীর্ষকর্তারা। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল শেষপর্যন্ত জয় গুপ্তাকে সই করাতে পারে কি না, এখন সেটাই দেখার।  

East Bengal FC ISL 2025-26 Jay Gupta Abhishek Tekcham Singh