/indian-express-bangla/media/media_files/2025/06/18/hmZAZCg0jJHUCmwV3Tcg.jpg)
নতুন মরশুমে সাফল্য়ের অপেক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকরা
East Bengal FC: আগামী মরশুমের (ISL 2025-26) জন্য ইস্টবেঙ্গল এফসি ইতিমধ্যে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন বিদেশি ফুটবলারের সঙ্গেও তারা কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছে। এবার সেই তালিকায় প্রিমিয়ার লিগ খেলা এক ফুটবলারের নাম উঠে এসেছে। আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
প্রিমিয়ার লিগে খেলেছেন
শোনা যাচ্ছে, আগামী মরশুমের জন্য় ইস্টবেঙ্গল এফসি ইতিমধ্যে দলগঠনের কাজ জোরকদমে শুরু করে দিয়েছে। আর সেকারণে তারা নাইজেরিয়ার এক ফুটবলারের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা চালাচ্ছে। এই ফুটবলারের নাম ইউসুফ ওতুবানজো। ৩২ বছর বয়সি এই সেন্টার ফরোয়ার্ড প্রিমিয়ার লিগে খেলেছেন। তিনি নাকি যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করেন।
পিউনিক ইয়েরেভান ক্লাবের হয়ে খেলেন
ট্রান্সফার মার্কেট থেকে পাওয়া খবর অনুসারে, ইউসুফ বর্তমানে পিউনিক ইয়েরেভান ক্লাবের হয়ে খেলেন। ২০২২ সালে তিনি এই ক্লাবে যোগ দিয়েছিলেন। আগামী ৩০ জুন ক্লাবের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে যদি আগামী মরশুমে নাইজেরিয়ার এই ফুটবলারকে লাল-হলুদ জার্সিতে দেখতে পাওয়া যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ইউসুফের ফুটবল মার্কশিট
এবার ইউসুফের ফুটবল মার্কশিটে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। ২০২৪-২৫ প্রিমিয়ার লিগ মরশুমে ইউসুফ মোট ২৫ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ১৪ গোল তিনি করেছেন। পাশাপাশি ৬ গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন তিনি। সবথেকে বড় কথা, ৬৩ শতাংশ ম্য়াচেই তাঁকে পিউনিক ইয়েরেভান ক্লাবের প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত একবারও লাল কার্ড দেখেননি। এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু ২.৪ কোটি টাকা। সুতরাং, মশাল ম্য়ানেজমেন্ট যে একেবারে ঠিকঠাক ফুটবলারের সঙ্গেই আলোচনা চালাচ্ছে, তা বলা যেতেই পারে।