East Bengal FC Transfer News: কথা দিয়েও ইস্টবেঙ্গলে আসছেন না তারকা ফুটবলার, মাথায় হাত লাল-হলুদ সমর্থকদের!

East Bengal FC 2025 squad: আগামী মরশুমের জন্য় ইতিমধ্যে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। শোনা যাচ্ছিল, সার্বিয়ার ডিফেন্ডার ইভান মিলাডিনোভিচের সঙ্গে কথাবার্তা নাকি তারা অনেকটাই পাকা করে ফেলেছে।

East Bengal FC 2025 squad: আগামী মরশুমের জন্য় ইতিমধ্যে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। শোনা যাচ্ছিল, সার্বিয়ার ডিফেন্ডার ইভান মিলাডিনোভিচের সঙ্গে কথাবার্তা নাকি তারা অনেকটাই পাকা করে ফেলেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal FC Fans

আশাহত হলেন ইস্টবেঙ্গল সমর্থকরা

East Bengal FC: ২০২০ সালে ইন্ডিয়ান সুপার লিগে পা রেখেছে ইস্টবেঙ্গল এফসি। কিন্তু, এখনও পর্যন্ত তারা একবারও সাফল্যের মুখ দেখতে পায়নি। তবে আগামী মরশুমে ভাল দলগঠনের জন্য ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে। শোনা যাচ্ছে, আগামী মরশুমে (ISL 2025-26) দলগঠনের জন্য ইস্টবেঙ্গল এফসি না ৫০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে। তবে ইতিমধ্যে একটি খারাপ খবর কার্যত সুনামির ঢেউয়ের মতো আছড়ে পড়েছে লাল-হলুদ শিবিরে। যে ইভানকে নিয়ে এতদিন ধরে লাল-হলুদ সমর্থকরা এত নাচানাচি করছেন, এবার নাকি তিনিই আসছেন না! আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন না ইভান মিলাডিনোভিচ: সূত্র

সম্প্রতি এক্সট্রা টাইম বাংলায় একটি ভিডিও প্রতিবেদনে ইভানের ব্যাপারটা সবিস্তারে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাডিনোভিচের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু, বেশ কয়েকটি কারণে সেই আলোচনা প্রায় ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু, গত কয়েকদিন ধরে নামটা ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। নতুন করে নাকি কথাবার্তা শুরু হয়েছে বলেও জানা গিয়েছিল। কিন্তু, তারপর? তারপরের অধ্যায়টা একেবারেই হতাশার। ওই ভিডিও প্রতিবেদন অনুসারে, ইভানের সঙ্গে চুক্তি সংক্রান্ত যাবতীয় আলোচনা একেবারে ভেস্তে গিয়েছে।

Advertisment

East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলকে আর আটকায় কে! লাল-হলুদ সমর্থকদের জন্য জোড়া খুশির খবর

কেন ইভানের সঙ্গে আলোচনা থমকে গেল?

সূত্রের খবর, ইভানের জন্য নাকি একটা আকাশছোঁয়া ট্রান্সফার ফি চাওয়া হয়েছিল। কিন্তু, সেই প্রস্তাবে রাজি হয়নি ইস্টবেঙ্গল। এরপর ইভানের স্যালারি ক্যাপ বাড়ানোর কথাও নাকি বলা হয়েছিল। কিন্তু, লাল-হলুদ ম্য়ানেজমেন্ট সেই প্রস্তাবও নাকচ করে দেয়।

East Bengal Footballer: লাল-হলুদের সুুখের সংসারে বজ্রপাত, শত্রু শিবিরে যোগ দিলেন ইস্টবেঙ্গলের 'নয়ন মণি'

চুক্তি সমস্যাই আসল কারণ?

স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, একটা নির্দিষ্ট পরিমাণের বেশি স্যালারি দেওয়া সম্ভব হবে না। সেটাও না হয় মেনে নেওয়া হয়েছিল। তবে মূল সমস্যা রয়েছে অন্য জায়গায়। ইভানের সঙ্গে এক বছরের চুক্তি করতে চাইছে মশালবাহিনী। কিন্তু, এই সার্বিয়ান ডিফেন্ডার দীর্ঘমেয়াদি চুক্তি না হলে খেলতে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। যদিও ক্লাবের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও পর্যন্ত একটাও কথা বলা হয়নি।

East Bengal FC Transfer News: ইস্টবেঙ্গল আপাতত অতীত, রিচার্ড সেলিসের নতুন ঠিকানা এখন কোথায়?

একথা অনস্বীকার্য যে ইউরোপ কিংবা এশিয়া মহাদেশের একটু ভাল মানের কোনও ফুটবলারকে ১+১ বছরের চু্ক্তিতে পাওয়া কখনই সম্ভব নয়। তুলনামূলক খারাপ মানের ফুটবলার হলেও পাওয়া যেতেই পারে। কিংবা এমনও অনেক ফুটবলার রয়েছেন যাঁরা নিজেদের প্রতিভা ফের প্রমাণ করতে চান, তাঁরা অবশ্যই খেলতে আসবেন। কিন্তু, যে ফুটবলাররা মোটামুটি ফর্মে রয়েছে, তাঁদের পাওয়া সম্ভব নয়।

East Bengal Footballer: মাঠ কাঁপাতে আসছেন ইস্টবেঙ্গলের 'ম্যাজিশিয়ান', ISL জয়ের স্বপ্নে বিভোর লাল-হলুদ জনতা

ওই ভিডিও প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধুমাত্র ইভান নয়, আরও বেশ কয়েকজন বিদেশি ফুটবলারের সঙ্গে কথা বলেছিল ইস্টবেঙ্গল। কিন্তু, প্রত্যেকের সঙ্গেই ক্লাব এক বছরের চুক্তি করতে চাইছে। আর সেকারণেই তাঁরা প্রাথমিক আলোচনার পরই সরে গিয়েছেন। সার্বিয়ার এই ডিফেন্ডারের সঙ্গে ইস্টবেঙ্গলের আলোচনা একেবারে শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছিল। কিন্তু, এই চুক্তির গাঁটেই সেই আলোচনা আটকে যায়।

East Bengal FC ISL 2025-26