/indian-express-bangla/media/media_files/2025/06/16/27gD0L32RaRA6KEjstG7.jpg)
East Bengal transfer news: এই দলবদল শেষপর্যন্ত সত্যি হলে নতুন মরশুম শুরুর আগেই ধাক্কা খাবে ইস্টবেঙ্গল
East Bengal FC:
ইন্ডিয়ান সুপার লিগ আদৌ আয়োজন করা হবে কি না, সেই ছবিটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু, ইস্টবেঙ্গল এফসি ইতিমধ্যেই নিজেদের দল গোছাতে শুরু করে দিয়েছে। বেশ কয়েকজন বিদেশি ফুটবলারের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছে। ইতিমধ্যে এমন একটা খবর ছড়াতে শুরু করেছে, যা শোনার পর থেকে লাল-হলুদ সমর্থকদের কিন্তু রাতের ঘুম উড়তে শুরু করেছে। ক্লেইটন সিলভার দিকে নাকি হাত বাড়াচ্ছে ডায়মন্ড হারবার এফসি! আসুন, তাহলে এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
গলগঠনের কাজ শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি
আসন্ন আই-লিগ মরশুমে খেলতে নামবে ডায়মন্ড হারবার এফসি। সেকারণে দলগঠনের কাজ তারা ইতিমধ্য়েই শুরু করে দিয়েছে। ইতিমধ্যে নাইজেরিয়ান ফুটবলার ব্রাইট এনোবাখারেকে সই করিয়ে দিয়েছে বড়সড় চমক। শোনা যাচ্ছে. সোনি নর্ডির সঙ্গেও নাকি প্রাথমিক কথাবার্তা বলা হয়েছে। যদিও সেই আলোচনা খুব বেশিদুর এগোয়নি। তবে এবার নাকি ক্লাব ম্য়ানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে একজন ব্রাজিলিয়ান ফুটবলারকে তারা দলে নেবে। আর এই চিন্তাভাবনা থেকেই ক্লেইটন সিলভার সঙ্গে তারা কথা বলতে শুরু করেছিল।
হ্যাঁ, ঠিকই শুনছেন। ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেইটন সিলভার কথাই বলা হচ্ছে। কিন্তু, এখানে একটা ছোট্ট টুইস্ট রয়েছে। আসলে আপনারা যে ক্লেইটন সিলভার কথা মনে করছেন, ইনি আসলে সেই ফুটবলার নন। খেলো বাংলা নামের একটি ফেসবুক পেজে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই বলা হয়েছে যে ক্লেইটন সিলভার সঙ্গে আলোচনা শুরু করেছে ডায়মন্ড হারবার এফসি। তবে এই ফুটবলারের পুরো নাম ক্লেইটন সিলভেরিয়া ডি সিলভা। বর্তমানে মালয়েশিয়ার একটি দলের হয়ে তিনি খেলছেন। পেরেক এফসি বলে একটি দলের হয়ে এই ফুটবলারটি খেলছিলেন। গত মরশুমে এই ক্লাবের হয়ে ক্লেইটন ২৭ ম্য়াচে ১০ গোল করেছেন। এর পাশাপাশি চারটে গোলে তিনি অ্যাসিস্টও করেছেন। ২৯ বছর বয়সি এই ফুটবলারের সঙ্গেই কথাবার্তা চালাচ্ছে ডায়মন্ড হারবার এফসি।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি মরশুমে আই-লিগ খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি। গত মরশুমে তারা আই-লিগ ২ চ্যাম্পিয়ন হয়েছিল। আশা করা হচ্ছে, এই বছর আই-লিগেও তারা ভাল পারফরম্য়ান্স করতে পারবে। আর সেকারণেই দলগঠনের কাজ ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গিয়েছে। ক্লেইটনকে শেষপর্যন্ত ডায়মন্ড হারবার এফসি সই করাতে পারে কি না, সেটাই আপাতত দেখার।