East Bengal vs Gokulam Kerala Highlights: চেন্নাই সিটি এফসি আই-লিগ ঘরে তুলল। শেষ ম্যাচে গোকুলামের বিরুদ্ধে ২-১ জিতেও লিগ অধরাই রয়ে গেল ইস্টবেঙ্গলের। টুর্নামেন্টে দ্বিতীয় স্থানে শেষ করল লাল-হলুদ। চেন্নাই তাদের শেষ ম্য়াচে ৩-১ গোলে মিনার্ভাকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হল। টুর্নামেন্টে অভিষেক করেই খেতাব জিতে ইতিহাস লিখল তারা। ১৫ বছর পর আই-লিগ জয়ের হাতছানি ছিল ইস্টবেঙ্গলের সামনে। খেতাবি লড়াইয়ের শেষ ধাপে দাঁড়িয়ে ছিল চেন্নাই ও ইস্টবেঙ্গল। কিন্তু শেষ হাসি হাসল চেন্নাই।
East Bengal vs Gokulam Kerala
6.55pm: খেলা শেষ। ২-১ ম্যাচ জিতেও লিগ জেতা হল না ইস্টবেঙ্গলের।
Congratulations, @ChennaiCityFC ????????????????#HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/NVsVtfiCbv
— Hero I-League (@ILeagueOfficial) March 9, 2019
6.49pm: ৬ মিনিট যোগ করলেন রেফারি।
6.44pm: ২-১ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। দুরন্ত গোল লালডানমাওয়াইয়া রালতের।
GOOAAALLLL!!!
78' Santos scores for @eastbengalfc #GKFCQEB #HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/QLfeFAV2ps
— Hero I-League (@ILeagueOfficial) March 9, 2019
6.39pm: চেন্নাই এগিয়ে গেল ২-১ গোলে। গোল করলেন ডিফেন্ডার গৌরব বোরা।
69' GOOOOOOOAAAALLLLLL!
Defender Gaurav Bora's powerful shot inside the net gave @ChennaiCityFC lead 2-0. Goal for their title!
CCFC 2-1 MPFC #CCFCMPFC #HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/KtAKeOVeK7
— Hero I-League (@ILeagueOfficial) March 9, 2019
6.36pm: গোওলললললল... পেনাল্টিতে সমতায় ফিরল ইস্টবেঙ্গল। গোল করলেন স্যান্টোস।
GOOAAALLLL!!!
78' Santos scores for @eastbengalfc #GKFCQEB #HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/QLfeFAV2ps
— Hero I-League (@ILeagueOfficial) March 9, 2019
6.27pm: কলকাতার হৃদয়ভঙ্গ। ইস্টবেঙ্গল পিছিয়ে গেল। মার্কাস জোসেফ গোল করে এগিয়ে দিলেন গোকুলামকে।
GOOAAALLLL!!!
70' Marcus Joseph terrific strike gave @GokulamKeralaFC lead 1-0 against @eastbengalfc #GKFCQEB #HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/lJd1kluJ0a
— Hero I-League (@ILeagueOfficial) March 9, 2019
6.20pm: পেদ্রো মানজির গোলে স্কোরলাইন ১-১ করল চেন্নাই।
GOOAAALLLL!!!
56' @ChennaiCityFC received a penalty from a hand ball inside the box and Manzi scored and equalises 1-1#CCFCMPFC #HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/STVUDkT2TV
— Hero I-League (@ILeagueOfficial) March 9, 2019
6.17pm: ইস্টবেঙ্গল এখনও ক্লিয়ারকাট সুযোগ তৈরি করতে পারছে না।
6.12pm: সামাদের পরিবর্তে মনোজ মহম্মদকে নামালেন আলেসান্দ্রো। হলুদ কার্ড দেখলেন মনোতোষ চাকলাদার।
6.05pm: দ্বিতীয়ার্ধের খেলা শুরু। তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামল ইস্টবেঙ্গল।
5.49pm: বিরতিতে খেলার ফল গোলশূন্য। স্কোর এটাই থাকলে হেড-টু-হেডে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়ে যাবে চেন্নাই।
Half Time
GKFC 0 : 0 QEBFC#QuessEastBengalFC #LoveEastBengal #EastBengalFC pic.twitter.com/wf4G5mx3Pw
— Quess East Bengal FC (@eastbengalfc) March 9, 2019
5.46pm: ইস্টবেঙ্গল কর্নার তুলে ক্রমাগত চাপে রাখছে গোকুলামকে। অন্যদিকে আয়োজক ক্লাবও বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল এর মধ্যে। চুলোভাকে মাঝেমধ্যেই ওভারল্যাপে যাচ্ছেন। ব্র্যান্ডনের সঙ্গে যুগলবন্দিও দেখার মতো। কিন্তু গোল আসছে না।5.36pm: প্রথমার্ধের খেলা শেষ হতে আর ১০ মিনিটের কিছুটা বেশি সময় বাকি আছে। কিন্তু এখনও লাল-হলুদ শিবির গোলের দেখা পেল না। আলেসান্দ্রোর শিষ্য়রা চাইছেন বিরতির আগেই এক গোলে এগিয়ে থাকতে। অন্যদিকে চেন্নাই এখনও সমতায় ফিরতে পারেনি।
5.29pm: ইস্টবেঙ্গল ক্লাবে জনপ্লাবন। প্রিয় দলের সমর্থনে হাজার হাজার মানুষ এসেছেন তাঁবুতে। জায়ান্ট স্ক্রিনে তাঁরা দেখছেন ম্যাচ। এমনকি গ্যালারিতে রয়েছেন প্রচুর সমর্থক। সবার প্রার্থনা আই-লিগের জন্য। অন্যদিকে গোলের জন্য মরিয়া লাল-হলুদ।
East Bengal vs Gokulam Kerala, East Bengal vs Gokulam Kerala live score East Bengal vs Gokulam Kerala, East Bengal vs Gokulam Kerala live score 5.17pm: ১৫ মিনিট খেলা অতিক্রান্ত। খাইমে স্যান্টোস রয়েছেন দুরন্ত ফর্মে। শিকারি বেড়ালের মতো গোলের গন্ধ পেয়ে পৌঁছে যাচ্ছেন বক্সের মধ্য়ে। যে কোনও মুহূর্তে গোল আসতে পারে। কিন্তু গোকুলামের ডিফেন্ডিংও তারিফ করার মতো।
5.10pm: শুরুতেই আক্রমণাত্মক মেজাজে ইস্টবেঙ্গল। ম্যাচের দু'মিনিটের মধ্যেই খাইমে স্যান্টোস গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু গোকুলামের ডিফেন্ডিংয়ে প্রতিহত হয়ে যায় সেই আক্রমণ। চলছে খেলা। স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল। অন্যদিকে চেন্নাই এক গোলে পিছিয়ে গিয়েছে। রোলান্ড বিলালার গোলে ম্যাচের তিন মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছে মিনার্ভা।
3' GOOOOAAALLLL!@minervapunjabfc strike first with Roland Bilala.
CCFC 0-1 MPFC #CCFCMPFC #HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/TYqwjtnPMo
— Hero I-League (@ILeagueOfficial) March 9, 2019
5.00pm: গোকুলামে এদিন দু’টি পরিবর্তন এসেছে। মেহতাব ও দীপক খেলছেন না। ইমরান খান ও মনোতোষ এসেছেন তাঁদের পরিবর্তে। অন্যদিকে ইস্টবেঙ্গল মনোজ মোহাম্মাসের পরিবর্তে সালাম রঞ্জন, টনি ডোভালের জায়গায় ব্র্যান্ডন ভানলালরেমডিকা। বোরহা গোমেজ ফিরেছেন দলে।
আরও পড়ুন: আজ ইস্টবেঙ্গল না চেন্নাই? উত্তরের অপেক্ষায় আই-লিগ
Starting XI@GokulamKeralaFC vs @eastbengalfc#GKFCQEB #HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/EyKOkkAzP7
— Hero I-League (@ILeagueOfficial) March 9, 2019
ইস্টবেঙ্গলের আই-লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কয়েক’টা সমীকরণ রয়েছে। কিন্তু চেন্নাই জিতলেই লিখে ফেলতে পারবে ভারতীয় ফুটবলে নয়া ইতিহাস। অর্থাৎ মিনার্ভাকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল গোকুলামকে হারিয়েও সেই দু’নম্বরেই থেকে যাবে।
.@eastbengalfc all set for the big night! ❤️???? #GKFCQEB #HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/87JqZyliz3
— Hero I-League (@ILeagueOfficial) March 9, 2019
এদিন চেন্নাই ও ইস্টবেঙ্গল দুই দলই ড্র করে তাহলেও এক পয়েন্টের ফারাকে চ্যাম্পিয়ন হয়ে যাবে চেন্নাই। কিন্তু চেন্নাই যদি ড্র করে আর ইস্টবেঙ্গল যদি জিতে যায় তাহলে ট্রফি আসবে কলকাতার ক্লাবেই। ইস্টবেঙ্গলকে এদিন জিততেই হবে। শুধু জিতলেই হবে না, থাকতে হবে ভাগ্যদেবীর সহায়তাও। লাল-হলুদ ফ্যানেরা এখন মনেপ্রাণে চাইছে চেন্নাই পয়েন্ট নষ্ট করুক আর লিগটা জিতে নিক ইস্টবেঙ্গল। উত্তর দেবে সময়।