Advertisment

আজ বাঙালির বঙ্গভঙ্গ! ডার্বি কোথায়, কোন চ্যানেলে দেখবেন

টানা দু-ম্যাচ হেরে ইস্টবেঙ্গল ডার্বিতে খেলতে নামছে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা মোহনবাগানের বিপক্ষে হারলে আরও তলানিতে পৌঁছে যাবে লাল-হলুদ। ভাগ্যের চাকা ঘোরানোর জন্য কোচ আলেয়ান্দ্রো পাখির চোখ করছেন ডার্বি-জয়কেই।

author-image
IE Bangla Web Desk
New Update
East Bengal vs Mohun Bagan

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (ফেসবুক)

রবিবারে চলতি আইলিগের প্রথম ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মোহনবাগান এমনিতে চলতি লিগে ইস্টবেঙ্গলের তুলনায় যথেষ্ট ভাল পজিশনে রয়েছে। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবুজ মেরুন ফুটবলাররা আপাতত শীর্ষে। অন্যদিকে, লিগ খেতাবের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। ৬ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে লাল হলুদ বাহিনী আপাতত পাঁচ নম্বরে।

Advertisment

কিছুদিন আগেই এটিকের সঙ্গে মোহনবাগানের গাঁটছড়া বন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেই সংযুক্তিতে সবুজ মেরুন ফুটবলারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। ঠিক উলটো পরিস্থিতি আবার ইস্টবেঙ্গলের। বিনিয়োগকারী সংস্থা কোয়েস তো বটেই ফুটবল দলের পারফরম্যান্সেও সমর্থকরাও বিক্ষুব্ধ। ক্লাব-বিনিয়োগকারী সংস্থার ডামাডোল প্রভাব ফেলেছে দলের পারফরম্য়ান্সে।

আরও পড়ুন এটিকে-মোহনবাগান সংযুক্তি! ঠিক না ভুল, জানালেন মহারাজ

টানা দু-ম্যাচ হেরে ইস্টবেঙ্গল ডার্বিতে খেলতে নামছে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা মোহনবাগানের বিপক্ষে হারলে আরও তলানিতে পৌঁছে যাবে লাল-হলুদ। তাই ভাগ্যের চাকা ঘোরানোর জন্য কোচ আলেয়ান্দ্রো মেনেন্ডেজ পাখির চোখ করছেন ডার্বি-জয়কেই।

ডার্বিতে মোহনবাগানের জয় শীর্ষে স্থানে থাকা মজবুত করবে কিবু ভিকুনার দলকে। অন্যদিকে, খেতাব জয়ের আশা টিকিয়ে রাখতে জয় ছাড়া অন্য উপায় নেই ইস্টবেঙ্গলের সামনে। শেষবার যখন কলকাতা লিগে দু-দল মুখোমুখি হয়েছিল তখন দু-দলই গোলশূন্য ড্র করেছিল।

টিম নিউজ- মোহনবাগানে সুপার-সাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শুভ ঘোষ। যে চার ম্যাচে পরিবর্ত হিসেবে খেলতে নেমেছেন শুভ, তার মধ্যে তিনটে ম্যাচেই গোল করেছেন। তবে কলকাতা লিগে আর পরিবর্ত নয়, সরাসরি প্রথম একাদশে দেখা যেতে পারে মোহনবাগানের ইয়ুথ টিম থেকে উঠে আসা ১৯ বছরের উঠতি তারকাকে।

আরও পড়ুন ঐতিহাসিক চুক্তি মোহনবাগান-এটিকের! আইএসএলের দুনিয়ায় আত্মপ্রকাশ সবুজ-মেরুনের

ইস্টবেঙ্গল অন্যদিকে, মোটেই নিজেদের সেরা ছন্দে নেই। শেষ ম্যাচে গোকুলমের কাছে ১-৩ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল। আইলিগে চলতি মরশুমে একটাও ক্লিন শিট রাখতে পারেননি লাল হলুদ ফুটবলাররা।

সম্ভাব্য একাদশঃ
মোহনবাগান- শঙ্কর রায়, আশুতোষ মেহতা, ফ্রান মোরান্তে, ড্যানিয়েল সাইরাস, ধনচন্দ্র সিং, শেখ সাহিল, ফ্রান গঞ্জালেজ, শুভ ঘোষ, জোসেবা বেইতিয়া, ভিপি সুহের, বাবা দিওয়ারা

ইস্টবেঙ্গল- লালডানামাইয়া রালতে, কমলপ্রীত সিং, আশির আখতার, মার্তি ক্রেসপি, অভিষেক আম্বেকর, লালরিনডিকা রালতে, কাশিম আইদারা, হুয়ান মেরা গঞ্জালেজ, পিন্টু মাহাতো, হাইমে স্যান্টোস, মার্কোস জিমেনেজ

ম্যাচ কবে? ১৯ জানুয়ারি, রবিবার
ম্যাচ কোথায়? সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গণ স্টেডিয়ামে
লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন? ডি স্পোর্টসে সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পারবেন। টিভিতে ডি স্পোর্টসে খেলা সম্প্রচারিত হবে।

East Bengal Kolkata Football Mohun Bagan
Advertisment