অপরাজিত হয়েই লিগ শেষ করল মোহনবাগান। কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ আগেই পাওয়া হয়ে গিয়েছিল সবুজ-মেরুনের। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডানের বিরুদ্ধে নিয়মরক্ষার মিনি ডার্বিতে নেমেছিল শঙ্করলাল চক্রবর্তীর শিষ্যরা। ২-১ জিতেই মাঠ ছাড়ল মোহনবাগান।
ঘরোয়া লিগের শেষ ম্যাচেও শঙ্করের ছেলেরা একই উদ্যম নিয়ে খেলল। এদিন পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তনে ম্যাচ ছিনিয়ে নিল গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব। এদিন বিরতির আগে কোনও দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ৭২ মিনিটে ঘানার স্ট্রাইকার ফিলিপ আদজার গোলে এগিয়ে যায় মহামেডান। ৮৩ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে সমতা ফেরান বেলঘরিয়ার ছেলে তীর্থঙ্কর সরকার। এরপর নির্ধারিত সময়ের একদম শেষ লগ্নে দিপান্ডা ডিকার পাস থেকে পিন্টু মাহাতর গোলে মহামেডানের মোহভঙ্গ হয়।
আরও পড়ুন: আট বছর পর লিগ পেল মোহনবাগান
অন্যদিকে ইস্টবেঙ্গলও ঘরের মাঠে লিগের শেষ ম্যাচ খেলতে নেমেছিল। প্রতিপক্ষ এফসিআই। সুভাষ ভৌমিকেরও এটাই শেষ ম্যাচ। এরপর থেকে সরকারি ভাবে লাল-হলুদের দায়িত্বে চলে আসবেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনেন্দেস। যদিও বিদায়লগ্নে সুভাষের মুখরক্ষা করলেন জবি জাস্টিন। ম্যাচের ১২ মিনিটে তাঁর করা ম্যাচের একমাত্র গোলেই ইস্টবেঙ্গল ১-০ জয় পায়।
আপাতত লিগে দু’নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু তাদের রানার্স হওয়া এখনও নিশ্চিত নয়। ১১ ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২৩। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগে তিন নম্বরে পিয়ারলেস। পিয়ারলেসের এখনও এক ম্যাচ বাকি আছে। তারা যদি পরের ম্যাচে জিতে যায় তাহলে ১১ ম্যাচে ২৫ পয়েন্টের সুবাদে তারাই চলে আসবে দু’নম্বরে। হয়ে যাবে লিগের রানার্স। কিন্তু হেরে গেলে বা ড্র করলে ইস্টবেঙ্গলই থেকে যাবে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ফ্যানেরা কোনওভাবেই পিয়ারলেসের জয় চাইবেন না। তাহলে টানা আটবারের লিগ চ্যাম্পিয়ন দলকে তিনেই দেখতে হবে তাঁদের।