Advertisment

রক্তাক্ত ভূ-স্বর্গে নয়, কাশ্মীরের সঙ্গে দেশের রাজধানীতে খেলবে লাল-হলুদ

রিয়াল কাশ্মীরের সঙ্গে ইস্টবেঙ্গলের এই ম্যাচ ১০ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল তুষারপাতে মাঠে বরফের আস্তরণ পড়ে যাওয়ায় ম্যাচ ভেস্তে যায়। ২৮ ফেব্রুয়ারি রি-প্লে দেয় ফেডারেশন।

author-image
IE Bangla Web Desk
New Update
Eastbengal vs Real Kashmir I-league match shifted in Delhi

রক্তাক্ত ভূ-স্বর্গে নয়, কাশ্মীরের সঙ্গে দেশের রাজধানীতে খেলবে লাল-হলুদ(ছবি-টুইটার)

অনিশ্চয়তার অবসান। শ্রীনগর থেকে সরল রিয়াল কাশ্মীর বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। সোমবার ফেডারেশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়ে যে, নিরাপত্তার কথা মাথায় রেখেই কাশ্মীরের হোম গ্রাউন্ড থেকে ম্যাচ সরানো হলো। নিরপেক্ষ ভেন্যু হিসেবে দিল্লির আম্বেদকর স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচের জন্য। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি দেশের রাজধানীতেই হবে এই ম্যাচ। সম্ভবত এরপর থেকে কাশ্মীরের আই-লিগের বাকি হোম ম্যাচগুলিও এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।

Advertisment

দিন ছয়েক আগে ইস্টবেঙ্গল ক্লাব সাংবাদিক বৈঠকে জানিয়েছিল যে, ফেডারেশন তাদের বলে দিয়েছে, কোনও বিকল্প ভেন্যু নয়, শ্রীনগরেই গিয়েই তাদের এই ম্যাচ খেলতে হবে। রিয়াল কাশ্মীরের ঘরের মাঠ টিআরসি টার্ফ গ্রাউন্ডেই হবে ম্যাচ।

আরও পড়ুন: রক্তে লাল ভূস্বর্গেই খেলতে হবে লাল-হলুদকে

কাশ্মীরে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরেই ইস্টবেঙ্গল কাশ্মীর যাওয়ায় অনীহা প্রকাশ করেছিল। দলের দেশি ও বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখেই কাশ্মীর যেতে পিছপা হয়েছিল ইস্টবেঙ্গল। এই মর্মেই তারা এআইএফএফ-কে মেইল পাঠিয়েছিল। শুধু ইস্টবেঙ্গলই নয়. গতবারের আই-লিগ চ্যাম্পিয়ন মির্নাভা পাঞ্জাবও ভূস্বর্গে খেলতে রাজি ছিল না। এমনকি তারা দিল্লি হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিল এই ইস্যুতে। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি দেখে ফেডারেশন তাদের সিদ্ধান্ত বদলে বাধ্য হলো।

রিয়াল কাশ্মীরের সঙ্গে ইস্টবেঙ্গলের এই ম্যাচ ১০ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল তুষারপাতে মাঠে বরফের আস্তরণ পড়ে যাওয়ায় ম্যাচ ভেস্তে যায়। ২৮ ফেব্রুয়ারি রি-প্লে দেয় ফেডারেশন। সেই মতো ম্যাচের আগেরদিনই রক্তাক্ত ভূ-স্বর্গে পা রাখার কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু কাশ্মীর এখনও অগ্নিগর্ভ। ফলে সাম্প্রতিক পরিস্থতি খতিয়ে দেখেই নিরাপত্তাজনিত কারণেরই কাশ্মীরের ম্যাচ দিল্লিতে সরাল ফেডারেশন।

AIFF East Bengal
Advertisment