/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/mix-4.jpg)
পূজারাকে ফিরিয়ে স্য়ালুট ইবাদতের, কোহলির শটে দিলেন তালি, রইল ভিডিও
ইডেন টেস্টের প্রথম দিনে নজর কাড়লেন ইবাদত হোসেন। ভারতে অনুষ্ঠিত প্রথম দিন-রাতের টেস্টে খবরের শিরোনামে এলেন বাংলাদেশের পেসার। ক্রিকেটের মক্কায় কী করলেন তিনি?
ভারতের ইনিংসে জোড়া কাণ্ড বছর পঁচিশের ইবাদত। চেতেশ্বর পূজারাকে আউট করার পর স্য়ালুট করে বিদায় জানালেন তাঁকে। ক্রিকেটের পরিভাষায় এখন এই সেলিব্রেশনের নাম হয়েছে 'স্যালুট সেন্ড-অফ'। পাশাপাশি বিরাট কোহলির দৃষ্টিনন্দন কভার ড্রাইভ দেখে দিলেন তালি।
আরও পড়ুন-কোহলি-পূজারার ফিফটি, বেনজির ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ
কলকাতায় ঐতিহাসিক গোলাপি টেস্টের শুরুটাই দুঃস্বপ্নের মতো ছিল বাংলাদেশের। ভারতীয় পেসারদের দাপটে ১০৬ রানেই অলআউট হয়ে যায় মোমিনুল হকের দেশ।
ময়াঙ্ক আগরওয়াল ও রোহিত শর্মার ব্য়াটে ভারত ইনিংসের শুভারম্ভ করে। কিন্তু ৪৩ রানের মধ্য়েই ময়াঙ্ক (১৪)-রোহিত (২১) ফিরে যান ড্রেসিংরুমে। ময়ঙ্ক আল আমিনের বলে ক্য়াচ আউট হয়ে যান। রোহিতকে এলবিডব্লিউ করে দেন এবাদত।
এরপর ক্যাপ্টেন কোহলি ও চেতেশ্বর পূজারার সৌজন্য ভারত প্রাথমিক বিপর্যয় সামলে এগিয়ে যায়। স্কোরবোর্ডে তাঁরা যোগ করে ফেলেছিলেন ৯৪ রান। আর এই জুটি ভাঙেন সেই এবাদত। তাঁর আচমকা ঢুকে আসা বল বুঝতে না পেরে দ্বিতীয় স্লিপে থাকা শদমান ইসলামের হাতে খোঁচা দিয়ে বসেন পূজারা। ৫৫ রানে ফেরেন সৌরাষ্ট্রের ব্য়াটসম্য়ান। পূজারা ফিরতেই এবাদত 'স্যালুট সেন্ড-অফ' করেন।
দেখুন সেই ভিডিও:
অন্য়দিকে কোহলি খেলছিলেন অনবদ্য় ফর্মে। একের পর এক তাঁর ধ্রুপদী ক্রিকেট শটের প্রদর্শনই করছিলেন ইডেনে। ইবাদতকে ১৭ ওভারের চতুর্থ বলে কোহলি অসাধারণ একটা কভার ড্রাইভ মারেন। যা দেখে ইবাদত নিজেই করতালিতে সাধুবাদ জানান ভারত অধিনায়ককে।
আরও পড়ুন-IND vs BAN: ইডেন টেস্টে জোড়া কনকাশন সাব বাংলাদেশের
দেখে নিন সেই ভিডিও
Driving so good that even the bowler applauded#HallOfLame#Kohli#KingKohli#captainkohli#EdenGardens#pinktest#FridayFeeling#SaturdayMotivation#INDvBANpic.twitter.com/9fAPXV0Evq
— Hall Of Lame (@halloflameyt) November 22, 2019
প্রথম দিনের শেষে ভারত ১৭৪ রান তুলেছে জোড়া উইকেটের বিনিময়। কোহলি ও অজিঙ্ক রাহানে যথাক্রমে ব্যাটিং করছেন ৫৯ ও ২৩ রানে। ৬৮ রানের লিড ভারতের।