ECB new rules: এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের থেকে বড়সড় আঘাত পেল পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। তাদের আয়োজিত পাকিস্তান সুপার লিগ বা পিএসএলে ইংল্যান্ড ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ করে দিয়েছে ইসিবি। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) রীতিমতো নির্দেশ জারি করে ঘরোয়া মরশুমে পাকিস্তান সুপার লিগে তাদের খেলোয়াড়দের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে।
নতুন এই খসড়া নির্দেশনামায় ইংল্যান্ডের খেলোয়াড়দের পিএসএলের মতই শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ এবং আরও কয়েকটি গ্লোবাল লিগে খেলতে নিষেধাজ্ঞা জারি করেছে ইসিবি। আগামী গ্রীষ্মে ওই সব লিগের খেলা। ইসিবির নতুন নির্দেশনামায় গ্রীষ্মে ওই সব দেশগুলোয় লিগে খেলতে পারবেন না ইংরেজ ক্রিকেটাররা। এই সিদ্ধান্তের মাধ্যমে ইসিবি তাদের কাউন্টি চ্যাম্পিয়নশিপ, ভাইটালিটি ব্লাস্ট এবং দ্য হান্ড্রেডের মত ঘরোয়া প্রতিযোগিতার গুণমান এবং অখণ্ডতা বজায় রাখতে চায় বলেই ইসিবি সূত্রে জানা গিয়েছে।
ইসিবির এই নীতি ইংরেজ ক্রিকেটারদের দুটি সমান্তরাল লিগে অংশগ্রহণে বাধা দেবে। আগে, ক্রিকেটাররা তাদের দেশের লিগ থেকে বাদ পড়ে বিদেশের অন্য লিগে খেলতে পারতেন। এবার থেকে তাঁরা আর, সেটা পারবেন না। নির্দেশিকায় বলা হয়েছে, এই চুক্তি সাদা বলের ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য। এজন্য প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হবে না। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিদেশি টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোনও ঘরোয়া সাদা বলের খেলা মিস করার অনুমতি দেবে না ইসিবি।
ইসিবির নীতি বিভাগের নির্বাহী প্রধান রিচার্ড গোল্ড বলেছেন, 'এই নীতি খেলোয়াড়দের এবং পেশাদার কাউন্টিতে ছাড়পত্র ইস্যু করা নিয়ে আমাদের পদ্ধতিকে স্পষ্ট করল। এই নীতির ফলে আমাদের ঘরোয়া টুর্নামেন্টে খেলোয়াড় পেতে অসুবিধা হবে না। ঘরোয়া লিগগুলোর খেলোয়াড় পাওয়ার ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে। বিশ্ব থেকে বহু ক্রিকেটার ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে আসেন। এখান থেকে উপার্জন করেন। অভিজ্ঞতা সঞ্চয় করেন। পাশাপাশি, ক্রিকেটের বিশ্বব্যাপী অখণ্ডতাও রক্ষা করেন। নতুন নির্দেশিকার ফলে সেটা বজায় থাকবে।'
টি২০ লিগ গত কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশ্বজুড়ে প্রায় প্রতিটি বড় ক্রিকেট খেলুড়ে দেশের এখন নিজস্ব একটি লিগ রয়েছে। মধ্যপ্রাচ্যেও ১০ ওভারের ফরম্যাটের কয়েকটি লিগ চলছে। এটাও ইংল্যান্ডের ৭৪ জন খেলোয়াড় গত বছর বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন। কিন্তু, ইসিবি এবার তা নিয়ন্ত্রণ করতে চায়। বদলে, খেলোয়াড়দের তারা ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আরও বেশি করে খেলাতে চায়।
আরও পড়ুন- এত বছর খেলেও বুমরার বল বুঝতে পারিনা, হার স্বীকার করে নিয়ে বিস্ফোরক বয়ান স্মিথের
তবে, বিভিন্ন দেশের ক্ষেত্রে এই নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি থাকলেও ইংরেজ খেলোয়াড়দের এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেনি ইসিবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিবারের মত এবছরও এপ্রিল-মে মাসে হতে চলেছে। সেখানে খেলতে পারবেন ইংরেজ খেলোয়াড়রা।