Advertisment

Steve Smith on Jasprit Bumrah: এত বছর খেলেও বুমরার বল বুঝতে পারিনা, হার স্বীকার করে নিয়ে বিস্ফোরক বয়ান স্মিথের

Border Gavaskar Trophy: বুমরাকে নিয়ে বড় বয়ান স্টিভ স্মিথের, মেনে নেওয়া হল শ্রেষ্ঠত্ব। পার্থ টেস্টে ভয়ংকরভাবে পরাজিত হওয়ার পরই অজিদের সম্বিত ফিরল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah, Steve Smith, জসপ্রীত বুমরা, স্টিভ স্মিথ

Jasprit Bumrah-Steve Smith: বামদিকে জসপ্রীত বুমরা ও ডানদিকে স্টিভ স্মিথ। (ছবি- ওয়াসিম জাফরের টুইটার এবং স্ক্রিনগ্র্যাব)

Australia vs India: বর্ডার-গাভাসকার সিরিজের প্রথম ম্যাচ পার্থ টেস্ট, গো-হারা হেরে সম্বিত ফিরল অস্ট্রেলিয়ার। এই টেস্ট ম্যাচে ভয়ংকর চেহারায় দেখা গিয়েছে ভারতের অস্থায়ী অধিনায়ক জসপ্রীত বুমরাকে। তিনি একাই ধসিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটারদের। আর, তারপরই অজি ব্যাটার স্টিভ স্মিথ গালভরা প্রশংসা করলেন বুমরার। তিনি জানিয়েছেন, বুমরা একটা পুরো প্যাকেজের মত। বিপক্ষ দলের ব্যাটার হিসেবে স্মিথের বক্তব্য, 'ওঁর রান আপের শুরু থেকে বোলিং, সবকিছুই খুবই ভয়ংকর।' বুমরার 'নিজস্ব কায়দার বোলিং অ্যাকশন' থেকে 'দক্ষতা'- সবেরই প্রশংসা করেছেন অজি ব্যাটার।    

Advertisment

বুমরা পার্থ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট-সহ মোট ৮ উইকেট নিয়েছেন। আর, এর দৌলতে টিম ইন্ডিয়া ২৯৫ রানে জয়ী হয়েছেন। প্রথম টেস্টে ভারতের অস্থায়ী অধিনায়ক তাঁর এই অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন। আর, এই প্রসঙ্গে স্মিথ বলেন, 'ও যেভাবে দৌড়য়, তা অন্যদের চেয়ে আলাদা। ওঁর বোলিং অ্যাকশনের শেষ অংশটাও একদম অন্যরকম। আমি ওঁকে এখন তা-ও খেলতে পারছি। আর যখনই ওঁকে খেলতে হয়, শুরুতে বেশ কয়েকটা বল ধাতস্থ হতে লাগেই।'

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্মিথ জানিয়েছেন যে বুমরার বল ছোড়ার জায়গাটি অন্য যে কোনও বোলারের তুলনায় ব্যাটারদের অন্তত এক ফুট কাছাকাছি থাকে। যার ফলে বুমরার বলের লেংথ বাছাই করাটা অত্যন্ত কঠিন। পার্থ টেস্ট ম্যাচে বুমরা প্রথম ইনিংসে শূন্য রানে স্মিথকে ফেরান।

আরও পড়ুন- আম্বানির সঙ্গে পার্টনারশিপ এবার মুরলিধরণের! ১৪০০ কোটি টাকার ঢালছেন লঙ্কান কিংবদন্তি

এই প্রসঙ্গে স্মিথ বলেন, 'ওঁর বোলিং অ্যাকশনটা যে কোনও বোলারের চেয়ে অন্যরকম। যেন ব্যাপারটা নিয়ে ভাবার আগেই বলটা ব্যাটারের কাছে চলে আসে। খুবই ভয়ংকর অ্যাকশন। এবার এটাকে ওঁর বোলিং দক্ষতার সঙ্গে মিশিয়ে বিচার করুন। ও বল দুই দিকেই সুইং করাতে পারে। সিম করাতে পারে, রিভার্স সুইং করাতে পারে, স্লোয়ার দিতে পারে, বাউন্সার দিতে পারে। ও বোলার হিসেবে একটা কমপ্লিট প্যাকেজ।' আগামী ৬ ডিসেম্বর ফের মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। গোলাপি বলের ম্যাচ হবে অ্যাডিলেডে। 

Steve Smith Cricket News Indian Cricket Team Jasprit Bumrah Australia Cricket Team
Advertisment