Advertisment

বাংলাদেশ সিরিজেই হয়তো গোলাপি বলে দিন-রাতের টেস্ট

গত বছর ওয়েস্ট ইন্ডিজ যখন ভারত সফরে এসেছিল, তখন বিসিসিআইয়ের সচিব অমিতাভ চৌধুরী রাজকোট টেস্ট দিন-রাতের ফর্ম্যাটে খেলতে আগ্রহী ছিলেন। তবে সিওএ সদস্যরা ভেটো প্রয়োগ করে সেই পরিকল্পনা বাতিল করে দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Pink Cricket ball

ভারতের মাটিতে প্রথমবার গোলাপি বলে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

বাংলাদেশ সিরিজ নিয়ে জটিলতা অনেকটা মেটার পথে। ৩ নভেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে টি২০ সিরিজ। তারপরে জোড়া টেস্ট খেলবে দুই দেশ। তবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই ঐতিহাসিক কাণ্ড ঘটতে চলেছে ভারতীয় ক্রিকেটে। প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট দেখা যেতে পারে বাংলাদেশ সিরিজেই। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বিরাট কোহলির সঙ্গে একান্তে বসেছিলেন সদ্য মনোনীত সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সেখানে সৌরভ-বিরাটের মধ্য়ে আলোচনায় উঠে এসেছে গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলার প্রসঙ্গ।

Advertisment

টেস্ট ক্রিকেটের উপর সাধারণ দর্শকদের আগ্রহের অভাবের কারণে বহুদিন ধরেই সৌরভ বলে আসছিলেন, দিন-রাতের টেস্ট চালু করার কথা। তবে জানা গিয়েছে, বোর্ড সভাপতি হওয়ার পরে সৌরভ একার সিদ্ধান্ত দলের উপরে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নন। কোহলি এবং টিম ম্যানেজমেন্টের কাছ থেকে সাড়া মিললে তবেই এই বিষয়ে এগোনোর বার্তা দিয়েছেন মহারাজ।

আরও পড়ুন শেখ হাসিনা সম্মতি দিয়েছেন, বাংলাদেশ সিরিজে আশাবাদী সৌরভ

নভেম্বর মাসের ১৪ তারিখে ইন্দোরে শুরু হচ্ছে প্রথম টেস্ট। ২২ তারিখে দ্বিতীয় টেস্ট হবে ইডেনে। দিন-রাতের টেস্ট হলে, বলার অপেক্ষা রাখে না, ইডেনের দিকেই পাল্লা ভারি। বিশ্বের অনেক ক্রিকেট খেলিয়ে দেশই দিন-রাতের টেস্টের স্বাদ পেয়ে গিয়েছে। ভারত অবশ্য ডে-নাইট টেস্ট নিয়ে শুরু থেকেই রক্ষণশীল মানসিকতা নিয়ে এগিয়েছে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ যখন ভারত সফরে এসেছিল, তখন বিসিসিআইয়ের কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী রাজকোট টেস্ট দিন-রাতের ফর্ম্যাটে খেলতে আগ্রহী ছিলেন। তবে সিওএ সদস্যরা ভেটো প্রয়োগ করে সেই পরিকল্পনা বাতিল করে দেন। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য ক্রিকেটের সংস্কার সাধনে অনেকটাই উদারপন্থী। সিএবি সভাপতি হিসেবে ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে ম্যাচ চালু করেছেন।

আরও পড়ুন নির্ধারিত সময়েই হবে বাংলাদেশ সিরিজ, আত্মবিশ্বাসী সৌরভ

গত সপ্তাহে সৌরভ অবশ্য দিন-রাতের টেস্টের বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জানিয়েছেন, "দেখা যাক কী হয়। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার আগে বোর্ড সদস্যদের অনুমোদন প্রয়োজন। আমি টেস্ট ক্রিকেট সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী। কারণ, এখন কার্যত ফাঁকা গ্যালারিতে টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে।"

দলীপ ট্রফিতে গোলাপি বলে খেলা হওয়ার পরে অবশ্য অনেকেই এই বলে ক্রিকেট সফল হওয়ার বিষয়ে সন্দিহান। বলের গঠনগত কারণেই নাকি সমস্য়া। যদিও বোর্ডের পদস্থ কর্তা সাবা করিম জানিয়েছিলেন, বল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে বোর্ডের নিবিঢ় যোগাযোগ রয়েছে। তাই বল অনেকটাই উন্নত হয়েছে আগের তুলনায়।

Read the full article in ENGLISH

Sourav Ganguly Test cricket
Advertisment