Advertisment

Eden Gardens to honour India legend Jhulan Goswami: ইডেনে সৌরভের সঙ্গেই এবার চাকদার কিংবদন্তি! বড় সিদ্ধান্ত নিয়ে ঝড় তুললেন সিএবি কর্তারা

Eden Gardens to honour India legend Jhulan Goswami: দেশের মহিলা ক্রিকেটের মহীরুহ তিনি। দেশকে এনে দিয়েছেন একের পর এক সম্মান। তাই এবার তাঁকে সম্মান জানাতে চলেছে সিএবি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Eden Gardens, Sourav Ganguly

Eden Gardens: ইডেনের স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে ঝুলন গোস্বামীর নামে (এক্সপ্রেস ফটো)

Eden Gardens to rename stand after India legend Jhulan Goswami: ভারতীয় মহিলা দলের বোলিং লেজেন্ড ঝুলন গোস্বামী সম্মানে এবার ইডেনের একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে। এমন খবর কনফার্ম করল সিএবি। বাংলার ক্রিকেট সংস্থার তরফে বলা হয়েছে, আগামী বছরের ২২ জানুয়ারি ভারত টি২০ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে।

Advertisment

সেই ম্যাচেই ঝুলন গোস্বামী স্ট্যান্ডের অনুষ্ঠানিক উন্মোচন হবে। জানা গিয়েছে, ইডেনের ব্লক বি গ্যালারির নাম করণ করা হচ্ছে ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়কের নামে। এর আগে ইডেন গার্ডেন্সের একাধিক স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক পঙ্কজ রায় এবং ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার নামে।

আরও পড়ুন: রোহিতের নেতৃত্বে প্রকাশ্যেই বিদ্রোহ, চ্যালেঞ্জ জানিয়ে নিজেকেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ঘোষণা বুমরার

নদিয়ার চাকদার প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছেন ঝুলন গোস্বামী। দেশের হয়ে বছরের পর বছর ধরে ১২ টেস্ট, ২০৪টি ওয়ানডে এবং ৬৮টি টি২০ ম্যাচে অংশ নিয়েছেন। ২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ঝুলন গোস্বামী তিন ফরম্যাট মিলিয়ে ৩৫৫টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে যা কোনও মহিলা বোলারের সর্বোচ্চ।

প্ৰথম মহিলা বোলার হিসাবে ঝুলন ২০১৮-এ ৩০০টি আন্তর্জাতিক উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেন। ওয়ানডেতে তাঁর শিকার ২৫৫টি। একদিনের ক্রিকেটে একমাত্র তিনি ২০০ প্লাস উইকেট শিকার করেছেন। ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক (৪৩টি) উইকেটের মালিকও তিনি। অবসরের পর বাংলার মহিলা দলের মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ওমেন্স প্রিমিয়ার লিগেও যুক্ত রয়েছেন তিনি।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Cricket Association Of Bengal Eden Jhulan Goswami Women Cricket Cricket News Eden Gardens
Advertisment