Jasprit Bumrah Team India captaincy in Border Gavaskar Trophy: তিনি বরাবর বলে এসেছেন, পেসারদেরকেই অধিনায়ক করা উচিত। তাঁরা ট্যাকটিক্যালি বেটার। সেই জসপ্রীত বুমরাই বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন। বুমরার আশা আরেকভাবেও পূরণ হল। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ইতিহাসে এই প্রথমবার দুই ফাস্ট বোলার- জসপ্রীত বুমরা ও প্যাট কামিন্স, ভারত এবং অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে থাকছেন। অতীতে তিনি যা বারবার বলেছেন, এই সিরিজ শুরুর আগেও বুমরার মুখে শোনা গেল সেই বক্তব্যই। তিনি বলেছেন, 'সর্বদা পেসারদেরই অধিনায়ক করা উচিত। কারণ, তাঁরা কৌশলগতভাবে ভালো।'
পার্থ টেস্ট দিয়েই শুক্রবার এই সিরিজ শুরু করতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠকে বুমরা ও কামিন্স, উভয়েই পেসারদের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, এই ঐতিহ্য ভবিষ্যতেও বজায় থাকবে। এই ব্যাপারে বুমরা বলেন, 'আমি সবসময় পেসারদের অধিনায়ক হওয়ার পক্ষে বলেছি। পেসাররা কৌশলগতভাবে ভালো। প্যাট কামিন্স অসাধারণ অধিনায়কত্ব করেন। অতীতেও অনেক পেসার ভালো অধিনায়কত্ব করেছেন। কপিল দেব নিজেই যেমন আছেন। আশা করি, এক নতুন ঐতিহ্যের সূচনা হবে।'
কামিন্সও জানিয়েছেন যে, একজন পেসারকে অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া বিরাট সৌভাগ্যের ব্যাপার। কামিন্সই প্রথম পেসার, যিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েছেন। দলকে তিনি ওয়ানডে বিশ্বকাপ দিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়েছেন। এই ব্যাপারে কামিন্স বলেন, 'হ্যাঁ, পেসাররা অধিনায়কত্ব করছেন, এটা দেখতে তো ভালোই লাগে। টিম সাউদিও ভালো অধিনায়কত্ব করছেন। ফাস্ট বোলাররা কীভাবে অধিনায়কত্ব করেন, সেটা দেখার জন্য সকলেই উন্মুখ হয়ে বসে আছেন। ফাস্ট বোলিংয়ের ভক্ত হিসেবে বলতে চাই, এটা দেখতে সবসময় ভালোই লাগে।'
আরও পড়ুন- ভবিষ্যতের জন্য কিছু জ্ঞান বাঁচিয়ে রাখো! মঞ্জরেকরকে প্রকাশ্যেই শুঁটিয়ে লাল করা অপমান শামির
নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। বুমরার আশা, পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া সিরিজে খেলা শুরু করলেও টিম ইন্ডিয়া জয় পাবে। এই ব্যাপারে বুমরা বলেন, 'যে জেতে, সে-ও শূন্য থেকে শুরু করে। যে হারে, সে-ও। তাই আমরা ভারত থেকে কোনও মাল বয়ে নিয়ে আসছি না। হ্যাঁ, এটা ঠিকই যে নিউজিল্যান্ড সিরিজ থেকে আমাদের অনেককিছু শেখার আছে। কিন্তু, সেটা আলাদা ব্যাপার। তার সঙ্গে এখানে কী ফলাফল হবে, তার কোনও সম্পর্ক নেই।'