Rishabh Pant New Record: বিপদের মুখে বিরাটের রেকর্ড, ভেঙে ফেলবেন ঋষভ পন্থ?

Kohli Edgbaston 149: বিরাট কোহলি তাঁর বর্ণাঢ্য টেস্ট কেরিয়ারে মাত্র দুটো ম্য়াচই এজবাস্টনে খেলার সুযোগ পেয়েছিলেন। এই দুটো ম্য়াচের ৪ ইনিংসে বিরাটের ব্যাট থেকে মোট ২৩১ রান বেরিয়ে এসেছিল।

Kohli Edgbaston 149: বিরাট কোহলি তাঁর বর্ণাঢ্য টেস্ট কেরিয়ারে মাত্র দুটো ম্য়াচই এজবাস্টনে খেলার সুযোগ পেয়েছিলেন। এই দুটো ম্য়াচের ৪ ইনিংসে বিরাটের ব্যাট থেকে মোট ২৩১ রান বেরিয়ে এসেছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli and Rishabh Pant

বিরাট কোহলি এবং ঋষভ পন্থ

India vs England Test Series 2025: ভারত এবং ইংল্য়ান্ডের মধ্য়ে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। আগামী ২ জুলাই থেকে এই সিরিজের দ্বিতীয় ম্য়াচ শুরু হবে। খেলা হবে এজবাস্টনে। দুটো দলই ইতিমধ্যে এই টেস্ট ম্য়াচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। লিডসে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৫ উইকেটে হেরে গিয়েছিল। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল যে কোনও মূল্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজে কামব্যাক করতে চাইবে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) সামনে বিরাট কোহলির (Virat Kohli) অনন্য রেকর্ড ভাঙার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্য়ে বিরাট কোহলিই এজবাস্টনে টেস্ট ফরম্য়াটে সবথেকে বেশি রান করেছেন। এবার ঋষভের সামনে সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। 

Advertisment

বিরাট কোহলির রেকর্ড ভাঙতে পারবেন ঋষভ পন্থ?

বিরাট কোহলি তাঁর বর্ণাঢ্য টেস্ট কেরিয়ারে মাত্র দুটো ম্য়াচই এজবাস্টনে খেলার সুযোগ পেয়েছিলেন। এই দুটো ম্য়াচের ৪ ইনিংসে বিরাটের ব্যাট থেকে মোট ২৩১ রান বেরিয়ে এসেছিল। তাঁর ব্য়াটিং গড় ছিল ৫৭.৭৫। ২০১৮ সালে এই মাঠেই তিনি সর্বাধিক ১৪৯ রান করেছিলেন।

Ravindra Jadeja Retirement: অবসর নিচ্ছেন জাডেজা! কেক কেটে জাড্ডুকে রিটায়ারমেন্টের শুভেচ্ছা বুমরাহ-পন্থের

Advertisment

এরপর ঋষভ পন্থের কথায় আসা যাক। ঋষভ এই মাঠে একটাই টেস্ট ম্য়াচ খেলেছেন। ওই একটি টেস্ট ম্যাচের জোড়া ইনিংসে তিনি ১০১.৫০ গড়ে মোট ২০৩ রান করেছেন। এই মাঠে পন্থ একটি শতরানও করেছিলেন। সর্বাধিক ১৪৬ রান করেন। অর্থাৎ এই মাঠে ভারতীয় ব্য়াটারদের মধ্যে সর্বাধিক রান করার পরিসংখ্য়ানে বিরাটের থেকে পন্থ মাত্র ২৮ রানে পিছিয়ে রয়েছে। আগামী টেস্ট ম্য়াচেই কিং কোহলির রেকর্ড ভাঙতে পারেন ঋষভ।

India vs England: যশস্বী-জাডেজাদের উপর রেগে ফায়ার গাভাসকর, কী এমন করলেন টিম ইন্ডিয়ার তারকারা?

লিডস টেস্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন ঋষভ পন্থ

ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে ঋষভ পন্থ দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন। ওই ম্যাচের ২ ইনিংসে ভারতীয় এই উইকেটকিপার-ব্যাটার জোড়া শতরান করেছিলেন। প্রথম ইনিংসে তিনি ১৩৪ রান করেন। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করে আউট হন তিনি। এজবাস্টন টেস্টে টিম ইন্ডিয়াকে জিততে হলে পন্থকে এমনই ধামাকাদার পারফরম্য়ান্স করতে হবে। এই সিরিজের বাকি ম্য়াচগুলোয় তিনি নিজের ফর্ম ধরে রাখতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।

Virat Kohli Rishabh Pant Indian Cricket Team India vs England