Ravindra Jadeja Retirement: অবসর নিচ্ছেন জাডেজা! কেক কেটে জাড্ডুকে রিটায়ারমেন্টের শুভেচ্ছা বুমরাহ-পন্থের

Happy Retirement Jaddu bhai: ঋষভ পন্থ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে মজার ছলে T20 থেকে অবসর নেওয়ার এক বছর পূর্ণ হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি জাডেজাকে কেক খাইয়ে বলেন, ‘হ্যাপি রিটায়ারমেন্ট জাড্ডু ভাই।’

Happy Retirement Jaddu bhai: ঋষভ পন্থ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে মজার ছলে T20 থেকে অবসর নেওয়ার এক বছর পূর্ণ হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি জাডেজাকে কেক খাইয়ে বলেন, ‘হ্যাপি রিটায়ারমেন্ট জাড্ডু ভাই।’

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravindra Jadeja Retirement: কেক কেটে জাডেজাকে অবসরের শুভেচ্ছা জানালেন বুমরাহ-পন্থ

Ravindra Jadeja Retirement: কেক কেটে জাডেজাকে অবসরের শুভেচ্ছা জানালেন বুমরাহ-পন্থ

Ravindra Jadeja Retirement Celebration: ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে ইংল্যান্ডে টেস্ট সিরিজ (India vs England) খেলছে। এরই মধ্যে ইংল্যান্ডে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা T20 বিশ্বচ্যাম্পিয়ন (ICC T20 World Cup) হওয়ার এক বছর পূর্তি উদযাপন করতে কেক কেটে বিশেষ দিনটি সেলিব্রেট করেছেন। ঠিক এক বছর আগে, ২৯ জুন, রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারত দক্ষিণ আফ্রিকাকে রোমাঞ্চকর ফাইনালে হারিয়ে ১৭ বছর পর T20 বিশ্বকাপ জিতেছিল। 

Advertisment

এই বিশেষ মুহূর্তে দলের তারকা ঋষভ পন্থ (Rishabh Pant) অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) মজার ছলে T20 থেকে অবসর নেওয়ার এক বছর পূর্ণ হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি জাডেজাকে কেক খাইয়ে বলেন, ‘হ্যাপি রিটায়ারমেন্ট জাড্ডু ভাই।’

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ফ্যানদের জন্য T20 বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তিতে ইংল্যান্ডে হওয়া এই সেলিব্রেশনের ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যায়, হোটেল স্টাফ ‘Team India’ এবং ‘Champions of T20 World Cup 2024’ লেখা দুটি কেক নিয়ে আসছে। অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) মহম্মদ সিরাজ ও যশস্বী জয়সোয়ালকে ডাকেন। আর্শদীপ সিংকে কেক কাটতে বলা হয়। শেষে সবাই মিলে T20 বিশ্বকাপ জয়ের নায়ক ও প্লেয়ার অফ দ্য সিরিজ জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) কেক কাটতে বলেন। বুমরাহ প্রথম কেকটি কাটেন, তারপর সবাই মিলে আনন্দে কেক খায়।

আরও পড়ুন 'কে ভাঙল আমার ব্যাট?', রাগে ফেটে পড়লেন সিরাজ, টিম ইন্ডিয়ার প্র্যাকটিসে ধুন্ধুমার

Advertisment

এই বিশেষ দিনে দুইটি কেক আনা হয়েছিল, একটিতে লেখা ছিল ‘টিম ইন্ডিয়া’ এবং অন্যটিতে লেখা ছিল ‘চ্যাম্পিয়নস টি২০ ওয়ার্ল্ড কাপ ২০২৪’। প্রথম কেকটি জসপ্রীত বুমরাহ কাটেন, আর দ্বিতীয় কেকটি মহম্মদ সিরাজ কাটেন এবং সবাইকে খাইয়ে দেন। খেলোয়াড়রা একে অপরকে কেক খাইয়ে দেন। তখন ঋষভ পন্থ মজা করে অলরাউন্ডার জাডেজাকে বলেন, ‘হ্যাপি রিটায়ারমেন্ট জাড্ডু ভাই।’

আরও পড়ুন ভয়ঙ্কর সত্যিটা ফাঁস করলেন ঋষভ! হোয়্যাটসঅ্যাপেই লুকিয়ে যাবতীয় সমস্যা?

এতে জাডেজা সঙ্গে সঙ্গে হেসে উত্তর দেন যে, তিনি এখনও সব ফরম্যাট ছাড়েননি। তিনি বলেন, ‘ভাই, আমি এখনও শুধু একটা ফরম্যাট ছেড়েছি। ওডিআই আর টেস্ট ক্রিকেট খেলছি, তাই হ্যাপি রিটায়ারমেন্ট বলার কিছু নেই।’

Ravindra Jadeja Rishabh Pant Jasprit Bumrah