এলিস আগুনে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের স্বপ্ন প্রায় ভস্মীভূত

১০ ওভার বল করে পেরি একাই তুলে নিলেন সাত উইকেট। চারটি মেডেন ওভারও দিয়েছেন তিনি। হজম করেছেন মাত্র ২২ রান। ওয়ান-ডে ক্রিকেটে অস্ট্রেলীয় বোলার হিসেবে সেরা পরিসংখ্যানের নজির গড়লেন তিনি। 

১০ ওভার বল করে পেরি একাই তুলে নিলেন সাত উইকেট। চারটি মেডেন ওভারও দিয়েছেন তিনি। হজম করেছেন মাত্র ২২ রান। ওয়ান-ডে ক্রিকেটে অস্ট্রেলীয় বোলার হিসেবে সেরা পরিসংখ্যানের নজির গড়লেন তিনি। 

author-image
IE Bangla Web Desk
New Update
Ellyse Perry bags seven wickets as Australia take 6-0 lead in Women's Ashes

এলিস আগুনে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের স্বপ্ন প্রায় ভস্মীভূত

ইংল্যান্ডের অ্য়াশেজ জয়ের স্বপ্ন প্রায় একাই শেষ করে দিলেন এলিস পেরি। রবিবার ক্যান্টারবেরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে ইংল্যান্ড মহিলা দলের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া মহিলা দল। অস্ট্রেলিয়ার ২৬৯ রানের জবাবে ইংল্যান্ড মাত্র ৭৫ রানে গুটিয়ে যায়। ১৯৪ রানে জেতে অজিরা। সৌজন্য়ে এলিস পেরি। ১০ ওভার বল করে পেরি একাই তুলে নিলেন সাত উইকেট। চারটি মেডেন ওভারও দিয়েছেন তিনি। হজম করেছেন মাত্র ২২ রান। ওয়ান-ডে ক্রিকেটে অস্ট্রেলীয় বোলার হিসেবে সেরা পরিসংখ্যানের নজির গড়লেন তিনি।

Advertisment

এই ম্য়াচের পর অস্ট্রেলিয়া ৬-০ পয়েন্টে এগিয়ে গেল। সিরিজের প্রতিটি ওয়ান-ডে ম্য়াচ জিতে নিল তারা। এখনও ইংল্যান্ডের কাছে সুযোগ রয়েছে অ্যাশেজ জেতার। কিন্তু তার জন্য় তাদের বাকি প্রতিটা ম্য়াচই জিততে হবে। কিন্তু পেরির আগুনে পারফরম্য়ান্সের যা অসম্ভব বলেই মনে করছে ক্রিকেট মহলের একাংশ।

Advertisment

আরও পড়ুন: অজি শিবিরে বিরাট ধাক্কা, দলের জোড়া তারকার বিশ্বকাপ কার্যত শেষ!

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এরপর চারদিনের টেস্ট ম্য়াচে মুখোমুখি হবে। আয়োজক ইংল্যান্ডকে এই টেস্টে জিততেই হবে। তারপর তিনটি টি-২০ ম্য়াচের মধ্য়ে নূন্য়তম দু'টি টি-২০ ম্য়াচ জিততেই হবে ইংল্যান্ডকে, হারা চলবে না। আর এর অন্য়থা হলেই অস্ট্রেলিয়া অ্যাশেজ নিয়ে দেশে ফিরে যাবে।

England Australia