/indian-express-bangla/media/media_files/2025/04/03/YVPQyYzs2WjwlDm2SCx6.jpg)
GT-Md Siraj: গুজরাটের হয়ে খেলার সময় মহম্মদ সিরাজ। (ছবি- আইপিএল)
Mohammed Siraj’s Emotional Moment: Why Did He Stop Before Bowling to Virat Kohli? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর গুজরাট টাইটানসের মধ্যে ম্যাচ চলাকালীন বিরাট কোহলিকে বল করতে এসে হঠাৎ দেখা গেল থেমে গেলেন পেসার মহম্মদ সিরাজ। কোহলিকেও যেন দেখা গেল ব্যাপারটা সহজেই মেনে নিতে। এনিয়ে জল্পনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে, বল করতে এসে কেন থেমে গেলেন সিরাজ? সেই প্রশ্নের জবাব দিয়েছেন আরসিবি (RCB)-র প্রাক্তনী পেসার।
তিনি জানিয়েছেন, ব্যাপারটা যেন তাঁর কাছে এক আবেগের মুহূর্ত তৈরি করেছিল। যখন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও গুজরাট টাইটান্সের (জিটি) আইপিএল ২০২৫ ম্যাচে প্রথম ওভার বল করতে এসেছিলেন, সেই সময় আবেগে ভেসে গিয়েছিলেন। এত বছর ধরে তিনি চিন্নাস্বামী স্টেডিয়ামের গর্জনমুখর দর্শকদের সমর্থন পেয়েছেন, কারণ সেই সময় তিনি বেঙ্গালুরুর খেলোয়াড় ছিলেন। তাছাড়া মাঠের ভিতরে বিরাট কোহলিও তাঁকে বারবার অনুপ্রেরণা জুগিয়েছেন। কিন্তু ২ এপ্রিল (বুধবার) গোটা পরিস্থিতিটাই যেন পালটে গিয়েছিল। বুধবার সিরাজ শুধু চিন্নাস্বামী স্টেডিয়ামের নিবেদিতপ্রাণ বেঙ্গালুরুর দর্শকদের বিরুদ্ধেই শুধু খেলছিলেন না, তিনি বল করছিলেন বিরাট কোহলির বিরুদ্ধেও।
Virat Kohli and Siraj against each other 🥺 pic.twitter.com/WeQSBhUUEw
— Vinit Tomar (@vinitkumar540) April 3, 2025
আর, সেই সব কারণেই মহম্মদ সিরাজ পূর্ণ উদ্যমে দৌড়ে বল করতে এসেও হঠাৎই মাঝপথে থেমে যান। এমনটা যেন হয় না, তা নয়। ফাস্ট বোলারদের কাছে ব্যাপারটা খুবই সাধারণ একটা ব্যাপার। অনেক সময়ই দেখা যায় যে, রান-আপ মিস করায় তাঁরা বল করা থেকে বিরত হয়েছেন। তবে বুধবারের ম্যাচের আবেগঘন মুহূর্ত ও সিরাজের অনুভূতির ব্যাপারটা একদম আলাদা। তাতেই নেট দুনিয়ায় গুঞ্জন শুরু হয়েছে। আসলে গুজরাটের পেসার তাঁর প্রথম বলটি কোহলিকে করতে চাইছিলেন না। কারণ তিনি বেঙ্গালুরুর মাঠেই আরসিবির বিরুদ্ধে খেলছিলেন, যেটা এতদিন ছিল তাঁর নিজেরও মাঠ। ম্যাচের পর সিরাজ নিজেও ব্যাপারটি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন।
Just see his eyes,very emotional moment🥺..
— Ravirat (@ravirat_k) April 2, 2025
Siraj bowled first time against virat kohli and virat sent that bowl to four!!!#RCBvsGT#IPL2025#RoyalChallengersBengaluru
Video credit 📹 : Jiohotstar pic.twitter.com/km6YDIxjBg
আরও পড়ুন- ইডেনে টিকিট পাননি? কী হয়েছে! এভাবে ঘরে বসেই বিনা পয়সায় দেখুন কেকেআর-হায়দরাবাদ ম্যাচ
ম্যাচ শেষে এই প্রসঙ্গে সিরাজ বলেন, 'আমি আরসিবির হয়ে সাত বছর খেলেছি। তাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিছুটা নার্ভাসনেস আর আবেগও কাজ করছিল। তবে, বল হাতে পাওয়ার পর মনোযোগটা পুরোপুরি খেলায় দিই।' এই ম্যাচে একবার ছন্দ পেয়ে যাওয়ার পর সিরাজের মধ্যে আর কোনও সংকোচ দেখা যায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে না থাকা সিরাজ এই ম্যাচে নিজেকে প্রমাণ করার জন্য যেন মুখিয়ে ছিলেন। আরসিবির বিরুদ্ধে ম্যাচে এই পেসার ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।