IPL 2025, KKR vs SRH Live Streaming: How to Watch Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Match Online: চলতি আইপিএলের অন্যান্য ম্যাচগুলোর মতই কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের লাইভ সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আর, কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখাবে জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে।
আইপিএল ২০২৫ কেকেআর বনাম এসআরএইচ ম্যাচ লাইভ স্ট্রিমিং:
-
ম্যাচের তারিখ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
-
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
-
স্থান: ইডেন গার্ডেনস, কলকাতা
-
টিভিতে লাইভ সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্ক
-
অনলাইনে লাইভ স্ট্রিমিং: জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট
কেকেআর বনাম এসআরএইচ সম্পূর্ণ স্কোয়াড:
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড:
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিংকু সিং, কুইন্টন ডি কক (উইকেটকিপার), রহমনউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), অঙ্কৃশ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, লভনীথ সিসোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায়, মইন আলি, রামনদীপ সিং, আন্দ্রে রাসেল, আনরিখ নর্তজে, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডে, স্পেনসার জনসন, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া।
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), অথর্ব তাইডে, অভিনব মনোহর, অনিকেত ভার্মা, সাচিন বেবি, হেনরিখ ক্লাসেন, ট্রাভিস হেড, হর্ষল প্যাটেল, কামিন্দু মেন্ডিস, উইয়ান মুল্ডার, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ শামি, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, সিমরজিৎ সিং, জিশান আনসারি, জয়দেব উনাদকট, ঈশান মালিঙ্গা।
আরও পড়ুন- হায়দরাবাদের বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াই কেকেআরের, কারা খেলবেন দুই দলে, দেখে নিন সম্ভাব্য লাইনআপ
এমনিতে কেকেআরের ম্যাচ মানেই দর্শকরা ইডেনমুখী। শাহরুখ খান অথবা তাঁর পরিবারের সদস্যরাও হামেশাই কেকেআরের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির থাকেন। এই সময় টিকিট পাওয়াটা সকলের ক্ষেত্রে সম্ভব হয় না। আর, সেই কারণেই অনললাইন স্ট্রিমিং অথবা টিভিতে প্রিয় দলের খেলা দেখার সুযোগ ছাড়তে চান না অনেকেই।