Mitchell Starc most expensive over in ENG vs AUS 4th ODI: ব্যাট হাতে স্বপ্নের ছন্দে রয়েছেন লিয়াম লিভিংস্টোন। লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে সেরার সেরা কীর্তি গড়ে গেলেন তিনি। মিচেল স্টার্কের মত বিশ্বের সেরাদের বিপরীতে এক ওভারেই তুললেন ২৮ রান।
লিভিংস্টোনের ব্যাটিং বিক্রমে ইংরেজরা নির্ধারিত ৩৯ ওভারে ৩১২ রান তুলে ফেলেছিল স্কোরবোর্ডে। খেললেন মাত্র ২৭ বল। ইনিংসের শেষে অপরাজিত থাকলেন ৬২ রানে। তিনটে বাউন্ডারি, সাতটা ওভার বাউন্ডারিতে সাজানো সাইক্লোন ইনিংসে লিভিংস্টোন একা হাতে কাঁপুনি ধরিয়ে দিলেন অজি আক্রমণকে।
ম্যাচের সেরা মুহূর্ত অবশ্য হাজির হল ইংল্যান্ড ইনিংসের একদম শেষ ওভারে। স্টার্কের সেই ওভারে চার বাউন্ডারি, এক ওভার বাউন্ডারি সমেত তুললেন ২৮ রান। প্ৰথম বল ওভার বাউন্ডারি হাঁকানোর পর দ্বিতীয় বল-ই ছিল ডট। তবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে টানা ছক্কার হ্যাটট্রিক করেন ইংরেজ বিধ্বংসী ব্যাটার। শেষ বল-ও সোজা পাঠান বাউন্ডারিতে।
আরও পড়ুন: হেলমেটে লাগলেই LBW! 'বাঁটকুল' বাংলাদেশিকে মাঠেই চরম খিল্লি-অপমান পন্থের! দেখুন ভিডিও
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে সবথেকে খরুচে ওভার করার কীর্তি আপাতত জুটে গেল স্টার্কের। এর আগে সিমন ডেভিস, ক্রেগ ম্যাকডারমট, জেভিয়ের দোহার্তি, এডাম জাম্পা সকলেই এক ওভারে ২৬ রান করে খরুচেদের তালিকায় শীর্ষে ছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে ফেললেন স্টার্ক।
6️⃣▪️6️⃣6️⃣6️⃣4️⃣
— England Cricket (@englandcricket) September 27, 2024
Incredible final over hitting from Liam Livingstone 💪💥
🏴 #ENGvAUS 🇦🇺 | @liaml4893 pic.twitter.com/qfEDxOM88N
সবমিলিয়ে স্টার্ক ৮ ওভারে ৭০ রান দিলেন শুক্রবারের ম্যাচে। ১২৪ ওয়ানডেতে ২৪১ উইকেট নেওয়া স্টার্ক সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় বর্তমানে দুই নম্বরে রয়েছেন।
তাঁকে বেধড়ক পিটিয়েই লিভিংস্টোন লর্ডসের মাটিতে দ্রুততম হাফসেঞ্চুরি পূর্ণ করে যান মাত্র ২৫ বলে। লর্ডসে এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোর কীর্তিও এখন ইংরেজ তারকা ব্যাটারের দখলে। দলগতভাবে ১২ ছক্কা হাঁকিয়ে লর্ডসে এখন শীর্ষে ইংল্যান্ডও।
বৃষ্টির কারণে ১১ ওভার কমিয়ে ম্যাচ হয়েছিল। তবে তাতেও লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বাধিক ওয়ানডে স্কোর গড়তে সমস্যা হয়নি ইংল্যান্ডের। লিভিংস্টোনের পাশাপাশি বেন ডাকেট (৬৩) এবং হ্যারি ব্রুক-ও (৮৭) হাফসেঞ্চুরি হাঁকিয়ে যান।
বিশাল রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় মাত্র ২৪.৪ ওভারে ১২৬ রানে। বল হাতে অজিদের ধ্বংস করেন ম্যাথু পটস এবং ব্রাইডন কার্স। দুজনে নেন যথাক্রমে ৪ এবং ৩ উইকেট। জোফ্রা আর্চার-ও জোড়া উইকেট শিকার করেছেন। ১৮৬ রানে জিতে ইংল্যান্ড পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২'এ সমতা ফিরিয়ে আনল।
প্ৰথম দুই ম্যাচ-ই হেরেছিল ইংল্যান্ড। এরপরে টানা দুই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ইংরেজরা। সিরিজের শেষ এবং নির্ণায়ক ম্যাচ হবে ব্রিস্টলে।