IND vs BAN 2nd Test, Rishabh Pant's stump mic: 'হেলমেট পে এলবিডব্লিউ মিলেগা।'- ভারত-বাংলাদেশ টেস্ট চলছে। তার মধ্যেই একথা বলে উঠলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ। তখন ব্যাট করছেন বাংলাদেশের ছোটখাটো চেহারার ব্যাটার মুমিনুল হক। কথাটা উইকেটের কাছে লাগানো মাইক্রোফোনের মাধ্যমে দূরভাষ্যকারদের কানে পৌঁছতে দেরি হল না। আর, তাতেই উঠল হাসির রোল।
সেই সময় ধারাভাষ্যকার ছিলেন সুনীল গাভাসকার ও দীনেশ কার্তিক। গাভাসকার নিজেও ছোটখাটো চেহারার। পন্থের এই কটাক্ষ বুঝতে তাঁর কোনও অসুবিধাই হয়নি। সহ-ধারাভাষ্যকার দীনেশ কার্তিককে হেসে তিনি বললেন, 'পন্থ হিন্দিতে যা বলতে চাইছে, তা হল- ও হেলমেট থেকেও এলবিডব্লিউ পেতে পারে। মুমিনুলের উচ্চতার জন্যই ও একথা বলল। এসব কেবল পন্থই ভাবতে পারে!'
মাঠে ব্যাটিং এবং উইকেটকিপিংয়ে মনোরঞ্জনের পাশাপাশি, এভাবেই তাঁর টুকরো টুকরো রসিকতায় ভারত-বাংলাদেশ সিরিজ ভরিয়ে দিচ্ছেন ঋষভ পন্থ। এর আগে প্রথম টেস্ট ম্যাচে ব্যাট করার সময় পন্থ বাংলাদেশকে ফিল্ডিং সাজাতে সাহায্য করেছিলেন।
#RishabhPant should be banned from cricket for height shaming #MominulHaque during the ongoing #INDvBAN test. Pehle khudka height toh dekh le! pic.twitter.com/4pD8l5hVjg
— PitchAndPopcorn (@RajnilSarma99) September 27, 2024
যাতে হতবাক ধারাভাষ্যকারদের আরও অবাক করে দিয়ে পন্থ বলেছিলেন, 'আমি জাদ্দু (অজয় জাদেজা) ভাইয়ের সঙ্গে ক্রিকেটের নানা ব্যাপার নিয়ে হামেশাই খোলামেলা আলোচনা করি। নিজেদের টিমের পাশাপাশি অন্য দলের ব্যাপারেও কথা বলি। সেরকমই বাংলাদেশের ফিল্ডিং সাজানোটা মনে হল, ঠিক হচ্ছে না। একই জায়গায় দু'জন ফিল্ডারকে দাঁড় করাচ্ছে। সেই জন্য আমি ফিল্ডিংটা সাজিয়ে দিলাম।'
আরও পড়ুন: কানপুরে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে হাসপাতালে টাইগার রবি, পুলিশ মিথ্যাবাদী বলল বাংলাদেশ সমর্থককে
মাঠে আবার দেখা গিয়েছিল, পন্থের কথা মেনেই ফিল্ডিং সাজাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট-এ গ্রিনপার্কে আবার যেমন দেখা গেল, অশ্বিনকে কীভাবে বল করতে হবে, তা বলে দিচ্ছেন পন্থ। আর, সেকথা মানায় অশ্বিন সাফল্যও পেলেন। তাঁর বলে এলবিডব্লিউ হলেন বাংলাদেশ অধিনায়ক।
তারপরে এল ম্যাচের ৩৩তম ওভারে হেলমেট নিয়ে পন্থের টিপ্পনি। অশ্বিনের ডেলিভারি একটু বেশি বাউন্স করতেই পন্থ বলে ওঠেন, 'হেলমেটে লাগলেও এলবিডব্লিউ হবে।' শুধু এই সব রসিকতা করে মাঠে খেলার আমেজটাকে জমিয়ে দেওয়াই নয়। অশ্বিন প্রথম টেস্ট-এ নিজের জাতও চিনিয়ে দিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি করে। যার ফলে, ভারতের পক্ষে বিপুল অর্থাৎ ২৮০ রানে বাংলাদেশকে হারানো সম্ভব হয়েছে।