New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/27/hCC5nwlRtG1KOfW7YQzU.jpg)
County Cricket News: বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছে ওই কাউন্টি ম্যাচের ঘটনা
England County Cricket League: কাউন্টি লিগের একটি ম্যাচে এমন এক ঘটনা ঘটেছে, যা একেবারে অবিশ্বাস্য বলা চলে। বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছে ওই কাউন্টি ম্যাচের ঘটনা।
County Cricket News: বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছে ওই কাউন্টি ম্যাচের ঘটনা
England County Cricket League News: একদিকে যখন ভারতে IPL 2025-এর ম্যাচগুলোতে চার-ছক্কার বন্যা বইছে, তখন সাত সমুদ্র তেরো নদী পারে বিলেতের মাটিতে এক রান করতে গিয়ে হিমশিম খেলেন বিদেশি ব্যাটাররা। ইংল্যান্ডে মে মাস থেকে কাউন্টি ক্রিকেট শুরু হয়ে যায় এবং এই সময়ে, বিশেষ করে জুন পর্যন্ত, সেখানকার আবহাওয়ার জন্য বল ভীষণভাবে সুইং করে। তবে এমন নয় যে একেবারেই রান করা যায় না। এরই মাঝে কাউন্টি লিগের একটি ম্যাচে এমন এক ঘটনা ঘটেছে, যা একেবারে অবিশ্বাস্য বলা চলে। বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছে ওই কাউন্টি ম্যাচের ঘটনা।
জুনের প্রথম সপ্তাহে টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড রওনা দেবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন, লিডসে। তার আগে কাউন্টি লিগে এমন ঘটনা ঘটেছে যে ভারতীয় ক্রিকেট ফ্যানরা শুনলেই লাফাবেন। একটা টিম পুরো ১১ জন নিয়ে মাঠে নেমে মাত্র ২ রানেই অলআউট হয়ে গেছে! তার মধ্যে আটজন ব্যাটার তো শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে গেছেন।
আরও পড়ুন ইংল্যান্ডের সঙ্গে ধুন্ধুমার টেস্ট সিরিজ ভারতের, এই OTT অ্যাপে দেখুন লাইভ স্ট্রিমিং
ইংল্যান্ডে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন এবং ঝোড়ো হাওয়ায় বল ভীষণভাবে সুইং করছিল। এই কঠিন পরিস্থিতিতে নর্থ লন্ডন সিসি (North London CC) এবং রিচমন্ড সিসি, মিডডেক্স (Richmond CC, Middx) এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্লে-ক্রিকেট ডট কম অনুযায়ী, নর্থ লন্ডন সিসি রিচমন্ডকে ৪২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। রিচমন্ডের ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। পুরো দল ৫.৪ ওভারে মাত্র ২ রান করে অলআউট হয়ে যায়। এর মধ্যে ১ রান ছিল ওয়াইড, আর আরেকটি রান আসে ব্যাটার টম পিট্রাইডিসের ব্যাট থেকে।
নর্থ লন্ডনের হয়ে থমাস স্পাওটন এবং ম্যাথিউ রসন উইকেট শিকার করেন। ম্যাথিউ একটি রান আউটের মাধ্যমেও উইকেট নেন। বল এতটাই সুইং করছিল যে মাত্র ৩২ বলেই ১০ উইকেট পড়ে যায়।
আরও পড়ুন ইংল্যান্ড সফরের আগেই বড় সিদ্ধান্ত, আচমকা অবসর নিলেন ভারতের তারকা ক্রিকেটার
নর্থ লন্ডন সিসি প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪২৬ রান তোলে। ওপেনার ঝড়ো ইনিংস খেলে ১৪০ রান করেন। দলের অন্য কেউ অবশ্য হাফ সেঞ্চুরিও করতে পারেননি। এই বিশাল লক্ষ্যমাত্রার সামনে ব্যাট করতে নেমে রিচমন্ড সিসির অবস্থা একেবারে শোচনীয় হয়ে যায়।
এই ম্যাচ ক্রিকেট ইতিহাসে নজির হিসেবে থেকে যাবে, যেখানে ইংলিশ কন্ডিশনে সুইং বলের সামনে একদমই দাঁড়াতে পারল না ব্যাটাররা। আরও একটা বড় ইঙ্গিত হল সুইং খেলাটা কোনও স্তরের ক্রিকেটেই সহজ নয়, এবং টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াও এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।