Alec Stewart Wife Death: শেষ ১২ বছরের জীবনযুদ্ধ, ক্যানসার কাড়ল ব্রিটিশ তারকা ক্রিকেটারের স্ত্রী'কে
Alec Stewart Wife Death: গোটা কেরিয়ারে অ্যালেক জাতীয় দলের হয়ে ১৩৩ টেস্ট ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ৩৯.৫৪ ব্যাটিং গড়ে তিনি মোট ৮,৪৬৩ রান করেন। টেস্ট ক্রিকেটে তিনি মোট ১৫ সেঞ্চুরি করেছেন।
Alec Stewart Wife Death: গোটা কেরিয়ারে অ্যালেক জাতীয় দলের হয়ে ১৩৩ টেস্ট ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ৩৯.৫৪ ব্যাটিং গড়ে তিনি মোট ৮,৪৬৩ রান করেন। টেস্ট ক্রিকেটে তিনি মোট ১৫ সেঞ্চুরি করেছেন।
Alec Stewart Wife Death: সস্ত্রীক অ্যালেক স্টুয়ার্ট
Alec Stewart Wife Death: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট চলাকালীন আছড়ে পড়ল চরম দুঃসংবাদ। ইংল্যান্ডের (England Cricket Team) প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টের স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর স্ত্রী লিন স্টুয়ার্ট গত ১২ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন। অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন এবং তাঁর মৃত্যু হয়।
Advertisment
সারে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অ্যালেক
প্রখ্যাত কাউন্টি ক্রিকেট দল সারে-র গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন অ্যালেক স্টুয়ার্ট। পাশাপাশি তিনি এই দলকে নেতৃত্বও দিয়েছিলেন। ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সারে ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১৩ সালে অ্যালেক আবারও এই সারে ক্রিকেট দলের প্রেসিডেন্ট হিসেবে কামব্যাক করেন।
১২ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করেন লিন স্টুয়ার্ট
Advertisment
যদিও স্ত্রী'কে দেখাশোনা করার জন্য গত বছরই তিনি এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। প্রসঙ্গত, ২০২৪ সালে সারে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয় করে। এরপর তিনি জানিয়ে দেন, 'আমি আগামীদিনে এই চাকরির থেকে আমার স্ত্রী এবং পরিবারকে বেশি করে সময় দিতে চাই।'
সস্ত্রীক অ্যালেক স্টুয়ার্ট
অ্যালেক স্টুয়ার্ট স্ত্রী মারা যাওয়ার পর সারে ক্রিকেট দলের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'এই কঠিন সময়ে আমরা তোমার পরিবারের পাশে রয়েছে। যতটা সম্ভব তোমাকে সাহায্য করার চেষ্টা করব। পাশাপাশি সমর্থকদের কাছে অনুরোধ, এই সময় ওকে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে দিন।'
ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলেছেন ১৩৩ টেস্ট ম্য়াচ
ইংল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটারদের তালিকায় অ্যালেক স্টুয়ার্টের নাম উচ্চারণ করা হয়। তিনি গোটা কেরিয়ারে জাতীয় দলের হয়ে ১৩৩ টেস্ট ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ৩৯.৫৪ ব্যাটিং গড়ে তিনি মোট ৮,৪৬৩ রান করেন। এর পাশাপাশি ১৭০ ওয়ানডে ম্য়াচে ৩১.৬০ ব্যাটিং গড়ে তিনি ৪,৬৭৭ রান করেন। টেস্ট ক্রিকেটে তিনি মোট ১৫ সেঞ্চুরি করেছেন। এছাড়া ৪৫ হাফসেঞ্চুরিও রয়েছে তাঁর ঝুলিতে। পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে ৪ শতরান এবং ২৮ ফিফটি রয়েছে।