PBKS vs KKR: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে বড়সড় ধাক্কা খেল পঞ্জাব কিংস (Punjab Kings)। ক্রিকবাজের একটি রিপোর্ট অনুসারে, এই দলের পেস ব্যাটারি লকি ফার্গুসন চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আয়োজিত ম্য়াচে খেলতে নেমে ফার্গুসন চোট পেয়েছিলেন। মাত্র ২ বল করেই তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। চলতি আইপিএল মরশুমের ৪ ম্য়াচে লকি ফার্গুসন মোট ৫ উইকেট শিকার করেন।
বড় ধাক্কা খেল পঞ্জাব কিংস
পঞ্জাব কিংস শিবিরে এই দুঃসংবাদ কার্যত সুনামির ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। দলের ফাস্ট বোলার লকি ফার্গুসন চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে তিনি চোট পেয়েছিলেন। এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যান। গোটা ম্য়াচে তিনি আর কামব্য়াক করেননি।
Lockie Ferguson Hat-trick: ফার্গুসনের ঐতিহাসিক হ্যাটট্রিকে ছিন্নভিন্ন শ্রীলঙ্কা! গতির ঝড়ে সিরিজ ১-১, দেখুন ভিডিও
কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে খেলতে নামার আগে পঞ্জাব কিংসের বোলিং কোচ জেমস হোপ এই চোটের ব্য়াপারে আপডেট দেন। তিনি বলেন, 'ফার্গুসন অনিশ্চিত সময়ের জন্য ছিটকে গিয়েছেন। এই টুর্নামেন্টে ও আর ফিরতে পারবে কি না, তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। ওর চোটটা খুব বাজেভাবে লেগেছে।' ফার্গুসন যদি গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যান, তাহলে অধিনায়ক শ্রেয়স আইয়ার বড়সড় ধাক্কা খাবেন।
প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ওমরজাই
লকি ফার্গুসন চোট পাওয়ার পর পঞ্জাব কিংসের প্রথম একাদশে আজমতউল্লাহ ওমরজাই কামব্যাক করতে পারেন। প্রথম ম্য়াচের প্লেয়িং ইলেভেনে সুযোগ পেয়েছিলেন ওমরজাই। কিন্তু ব্যাটিং এবং বোলিং, কোনওটাই ভাল করতে পারেননি তিনি।
IPL Punjab Kings: সেঞ্চুরি ৩ রানের জন্য হাতছাড়া অধিনায়ক শ্রেয়সের, গুজরাতের বিরুদ্ধে রেকর্ড রান তুলে এগিয়ে পাঞ্জাব
এই পরিস্থিতিতে টিম ম্য়ানেজমেন্ট দলের তরুণ ক্রিকেটার বিজয়কুমার বৈশাখকেও সুযোগ দিতে পারে। প্রথম ম্য়াচে বৈশাখ অবশ্য় যথেষ্ট নজর কেড়েছিলেন। যশ ঠাকুরও পঞ্জাব কিংসের বিকল্প হতে পারেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁকে মাঠে নামানো হয়েছিল।