/indian-express-bangla/media/media_files/2025/05/17/LdAf7YQzVYcgswNHDwUi.jpg)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মহম্মদ সামির ভুয়ো ছবি
Mohammed Shami: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট (IPL 2025) চলাকালীন ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মহম্মদ সামি। আসলে সোশ্যাল মিডিয়ায় সামির ইনস্টাগ্রাম স্টোরির একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, টিম ইন্ডিয়ার এই পেস তারকা পাকিস্তানের পতাকার ছবি শেয়ার করেছেন। ব্যাপারটা নিয়ে রীতিমত হুলস্থূল পড়ে যায়।
জেনে নিন আসল সত্যিটা
সত্যিই কি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তান (India Pakistan Tension) পতাকার ছবি শেয়ার করেছিলেন মহম্মদ সামি? উত্তর, একেবারেই নয়। তাহলে? আসলে, আর্টিফিশিয়াল ইন্ট্যালিজেন্সের মাধ্যমে এই ছবিটি তৈরি করা হয়েছে। আর সেটাই শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে এই ছবিটা দাবানলের মতো নেট পাড়ায় ছড়িয়ে পড়েছে। মহম্মদ সামি নিজে এমন কোনও ছবি শেয়ার করেননি।
Mohammed Shami: 'জয় শ্রী রাম বললে, আল্লাহ আকবর...', বুক ফুলিয়ে ঘোষণা মহম্মদ সামির
উঠেছিল অবসরের গুঞ্জনও
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতেই টেস্ট ক্রিকেট থেকে মহম্মদ সামির অবসর গ্রহণের একটি গুঞ্জন উঠেছিল। সেইসময় টিম ইন্ডিয়ার এই পেস তারকা এমন পোস্টের কড়া সমালোচনা করেছিলেন। তারপর সামির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নকল ছবি তৈরি করে, সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হল। আপাতভাবে মনে করা হচ্ছে, এই ঘটনার পিছনে কারোর গভীর চক্রান্ত রয়েছে।
Muhammad Shami Shared Pakistani flag on their Instagram 😆#penduم#Pakistan#PakistanArmy 🇵🇰 pic.twitter.com/TOYvLnDgKn
— Pendu Memes 💪😉( ̄3 ̄) (@OsamaGondal6) May 15, 2025
Muhammad Shami Sherd Pakistani flag on their Instagram
— SamiUllah🇵🇰 (@Sami169143) May 16, 2025
Ye Sach ha? pic.twitter.com/tlNVtzK4vJ
প্রসঙ্গত, গত ১২ মে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন বিরাট কোহলি। এই ঘটনার পাঁচদিন আগে রোহিত শর্মাও টেস্ট ক্রিকেট কেরিয়ারকে 'অলবিদা' জানিয়ে দিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটের এই দুই 'মহারথী' অবসর গ্রহণ করার পরই শোনা গিয়েছিল যে মহম্মদ সামিও নাকি এই একই পথে পা বাড়াতে চলেছেন। লাল বলের ক্রিকেটকে তিনিও বিদায় জানাতে পারেন। এদিকে টেস্ট রিটায়ারমেন্টের কথা কানে আসতেই রীতিমতো মেজাজ হারান মহম্মদ সামি। তাঁর কথায়, এভাবেই একজন ক্রিকেটারের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়।
Mohammed Shami Death Threat: IPL-এর মাঝেই খুনের হুমকি শামিকে! কারণ জানলে চমকে যাবেন
আইপিএল খেলছেন মহম্মদ সামি
আপাতত সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট খেলছেন মহম্মদ সামি। ইতিমধ্যে, প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে হায়দরাবাদ। সামির পারফরম্য়ান্সও সেভাবে নজর কাড়তে পারেনি। ৯ ম্য়াচে তিনি মাত্র ৬ উইকেটই শিকার করতে পেরেছেন।