England vs Australia 2nd Ashes Test Live Streaming: কোথায় এবং কখন দেখবেন অ্যাসেজের লাইভ স্ট্রিমিং, জেনে রাখুন

বিশ্বকাপেও নজর কেড়েছিলেন আর্চার। আর আর্চারই যে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে ট্রাম্প কার্ড হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই। অস্ট্রেলিয়া দলেও বোলিং বিভাগে সামান্য পরিবর্তন ঘটছে।

বিশ্বকাপেও নজর কেড়েছিলেন আর্চার। আর আর্চারই যে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে ট্রাম্প কার্ড হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই। অস্ট্রেলিয়া দলেও বোলিং বিভাগে সামান্য পরিবর্তন ঘটছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ASHES

দ্বিতীয় টেস্টের বিষয়ে খুটিনাটি জেনে রাখুন (এক্সপ্রেস ফোটো)

England vs Australia 2nd Test Live Cricket Streaming: প্রথম টেস্ট স্টিভ স্মিথের রাজকীয় প্রত্যাবর্তনের কাছে হেরে গিয়েছে ইংল্যান্ড। এবার তাঁদের সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য লর্ডসে। চোটের জন্য ছিটকে গিয়েছেন পেসার জেমস অ্যান্ডারসন। দলে অভিষেকের অপেক্ষায় জোফ্রা আর্চার। আইপিএল থেকেই তুরীয় মেজাজে রয়েছেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংরেজ পেসার। বিশ্বকাপেও নজর কেড়েছিলেন আর্চার। আর আর্চারই যে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে ট্রাম্প কার্ড হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই। অস্ট্রেলিয়া দলেও বোলিং বিভাগে সামান্য পরিবর্তন ঘটছে। জোস হ্যাজেলউড এবং মিচেল স্টার্কের প্রত্যাবর্তন ঘটতে পারে। এমন অবস্থায় ১২ জনের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে অন্য পেসার জেমস প্যাটিনসনকে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের অ্যাসেজের ধুন্ধুমার দ্বিতীয় টেস্ট কীভাবে ফলো করবেন, জেনে রাখুন বিশদে-

Advertisment

কখন হচ্ছে অ্যাসেজের দ্বিতীয় টেস্টঃ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ১৪ অগাস্ট। চলবে ১৮ অগাস্ট পর্যন্ত।

কোথায় হচ্ছে অ্যাসেজের দ্বিতীয় টেস্টঃ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু লন্ডনের লর্ডসে।

Advertisment

আরও পড়ুন স্টার্ক, হেজেলউড এলেও অ্যাশেজে নিজের জায়গা ধরে রাখতে মরিয়া কামিন্স

কোন সময়ে অ্যাসেজের খেলা শুরুঃ ভারতীয় সময় অনুযায়ী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বৈরথ শুরু বিকেল সাড়ে তিনটেয়।

কোথায় দেখানো হবে খেলাঃ অ্যাসেজের দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতে সম্প্রচারিত হচ্ছে সোনি পিকচার্স স্পোর্টস লিমিটেডে।

কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিংঃ ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখানো হবে SonyLIV.You তে। লাইভ আপডেটস-এর জন্য চোখ রাখুন indianexpress.com -এ

Read the full article in ENGLISH

cricket Cricket Australia England