Team India Squad: সিলেক্টরদের সঙ্গে পাঙ্গা নেওয়াই কাল হল! অস্ট্রেলিয়ায় না গিয়ে কেরিয়ার আঁধারে টিম ইন্ডিয়ার তারকার

Mohammed Shami Fitness: 'আমরোহা এক্সপ্রেস' নামে পরিচিত শামি ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট নিয়েছেন, তবে এখন প্রশ্ন হচ্ছে, এই সংখ্যায় তিনি আর কতটা সংযোজন করতে পারবেন?

Mohammed Shami Fitness: 'আমরোহা এক্সপ্রেস' নামে পরিচিত শামি ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট নিয়েছেন, তবে এখন প্রশ্ন হচ্ছে, এই সংখ্যায় তিনি আর কতটা সংযোজন করতে পারবেন?

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Shami, মহম্মদ শামি,

Mohammed Shami: ২৪ মে নির্বাচক কমিটি যখন ১৮ সদস্যের দল ঘোষণা করল, তখনই স্পষ্ট হয়ে যায় যে শামি সত্যিই বাতিলের খাতায় চলে গেছেন

Mohammed Shami News: ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াড থেকে মহম্মদ শামিকে বাদ দেওয়ার জল্পনা বহুদিন ধরেই চলছিল এবং ২৪ মে নির্বাচক কমিটি যখন ১৮ সদস্যের দল ঘোষণা করল, তখনই স্পষ্ট হয়ে যায় যে শামি সত্যিই বাতিলের খাতায় চলে গেছেন।

Advertisment

শামি বর্তমানে টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট নন, এবং ইংল্যান্ড সফরে দলে না থাকায় টেস্ট ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। 'আমরোহা এক্সপ্রেস' নামে পরিচিত শামি ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট নিয়েছেন, তবে এখন প্রশ্ন হচ্ছে, এই সংখ্যায় তিনি আর কতটা সংযোজন করতে পারবেন?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত থাকতে বলেছিল, কিন্তু তখন শামি নিজেই জানিয়ে দেন যে তাঁর শরীর লাল বলের ফরম্যাটের জন্য প্রস্তুত নয়। তিনি কেবল সাদা বলের ক্রিকেটে নিজের ওয়ার্কলোড সামলাতে চেয়েছিলেন, কিন্তু ছয় মাস কেটে গেলেও তিনি এখনও টেস্ট খেলার জন্য প্রস্তুত নন।

এক প্রাক্তন জাতীয় নির্বাচক পিটিআই-কে বলেন, “যদি শামি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সফরের জন্য ফিট না থাকেন, তাহলে নির্বাচকরা তাঁকে ওয়েস্ট ইন্ডিজ কিংবা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজের জন্য কেন বেছে নেবেন? তাঁরা সিরাজ কিংবা বুমরাহর সঙ্গে আকাশ দীপ, আর্শদীপ, হর্ষিত বা মুকেশ কুমারের মতো পেসারদের ব্যবহার করতে পারেন।”

Advertisment

আরও পড়ুন সামি কি এবার 'বাতিল খুচরো'? ইংল্যান্ড সফরে ঠাঁই হল না ভারতীয় পেস তারকার

শামি বর্তমানে সাদা বলের ক্রিকেটে খেলছেন। তিনি চলতি বছরে ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেন এবং আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পারফর্ম করতে ব্যর্থ হন। তিনি ৯টি ম্যাচে মাত্র ৬টি উইকেট নিতে পেরেছেন।

শামির বর্তমান বয়স ৩৪ বছর, কিন্তু পিটিআই-এর রিপোর্ট বলছে, যদি কেউ বাংলার ক্রিকেট মহলে কান পাতে, তাহলে অনেকেই মনে করেন তাঁর প্রকৃত বয়স ৪০-এর কাছাকাছি।

বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স ও মেডিকেল টিমের একজন প্রতিনিধি এই সপ্তাহে লখনউতে ছিলেন এবং তাঁর মতে, শামির শরীর বর্তমানে দিনে ১৫-২০ ওভার বোলিং ও ৯০ ওভার ফিল্ডিং করার মতো উপযুক্ত নয়।

টিম ঘোষণা করার সময় চিফ সিলেক্টর অজিত আগরকর বলেন, “সে সিরিজের জন্য ফিট হওয়ার চেষ্টা করছিল, কিন্তু গত সপ্তাহে আবারও কিছুটা চোট পায় এবং এমআরআই করাতে হয়। আমার মনে হয় না সে পাঁচটি টেস্ট খেলার জন্য ফিট হত। এখনও সে অতটা ওয়ার্কলোড নেওয়ার জন্য প্রস্তুত নয়।”

BCCI Mohammed Shami