Mohammed Shami Dropped: সামি কি এবার 'বাতিল খুচরো'? ইংল্যান্ড সফরে ঠাঁই হল না ভারতীয় পেস তারকার

India vs England Test series 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হল।

India vs England Test series 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হল।

author-image
Koushik Biswas
New Update
Mohammed Shami (12)

টিম ইন্ডিয়ার স্পিডস্টার মহম্মদ সামি

Mohammed Shami: ভারতীয় টেস্ট স্কোয়াড থেকে কি একেবারেই বাদ দেওয়া হল মহম্মদ সামির নাম? গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন ভারতের এই পেস তারকা। রোহিত শর্মা  (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) অবসর গ্রহণ করার পর টিম ইন্ডিয়ায় মহম্মদ সামি আদৌ ফিট হবেন কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। অবশেষে আশঙ্কাই সত্যি হল। ভারতীয় টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ল মহম্ম সামির নাম।

Advertisment

শনিবার (২৪ মে) মুম্বইয়ে অবস্থিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদর দফতরে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। সহ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ঋষভ পন্থের হাতে। কিন্তু, স্কোয়াডে মহম্মদ সামির কোনও জায়গা হয়নি। ভারতীয় পেস বোলারদের তালিকায় নাম রয়েছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ এবং আর্শদীপ সিংয়ের।

Indian Cricket Team: ব্রিটিশ বধের লক্ষ্যে ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, কে হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক?

ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত ছিলেন সামি

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মহম্মদ সামি গত ২৩ মাস ধরে ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলেননি। ২০২৩ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে শেষবার লাল বলের ক্রিকেটে দেখতে পাওয়া গিয়েছিল। তবে আসন্ন ইংল্য়ান্ড সফরের জন্য সামি অবশ্য নিজেকে প্রস্তুত করছিলেন। জিমে নিয়মিত গা ঘামাচ্ছিলেন। পাশাপাশি অনুশীলনের সময়ও অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন। এই পরিস্থিতিতে সামিকে ভারতীয় ক্রিকেট দলে না নেওয়ার অর্থ কি তাঁর বিদায়কেই ইঙ্গিত করছে? ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ কিন্তু সেকথাই মনে করছেন।

Mohammed Shami: রোহিত-বিরাটের পর আরও এক ক্রিকেটারের উপর কোপ! ইংল্যান্ড সিরিজে দেখা যাবে না এই তারকাকে?

IPL টুর্নামেন্টে খারাপ পারফরম্য়ান্স

উল্লেখ্য, ১৪ মাস পর চোট কাটিয়ে চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেছিলেন মহম্মদ সামি। কিন্তু, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁকে একেবারেই ছন্দে দেখতে পাওয়া যায়নি। ৯ ম্য়াচে তিনি মাত্র ৬ উইকেট শিকার করেছেন। সেকারণে অনেকে আবার মনে করছেন, সামির সাম্প্রতিক পারফরম্য়ান্সের কারণেই ভারতীয় ক্রিকেট দলে তাঁর দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

Mohammed Shami Pakistan Flag: পাকিস্তানের পতাকা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়? নয়া বিতর্কে জড়ালেন মহম্মদ সামি

ইংল্য়ান্ডের বিরুদ্ধে সামির পারফরম্য়ান্স

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ টেস্ট ম্য়াচ খেলেছেন মহম্মদ সামি। ৪০.৫০ বোলিং গড়ে তিনি মোট ৪২ উইকেট শিকার করেছেন। তাঁর সেরা বোলিং পারফরম্য়ান্স হল এক ইনিংসে ৫৭ রান খরচ করে ৪ উইকেট শিকার করা। অনেকে বলতে শুরু করেছেন, আসন্ন ইংল্যান্ড সফরে জসপ্রীত বুমরাহের পাশে অভিজ্ঞতার খাতিরে মহম্মদ সামিকেও দরকার ছিল। কারণ গত ১৮ বছর ইংল্যান্ডের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। শেষপর্যন্ত সিরিজের ফলাফলের উপরই যে সামির টেস্ট ভবিষ্যৎ নির্ভর করবে, তা বলা যেতে পারে।

Mohammed Shami: 'জয় শ্রী রাম বললে, আল্লাহ আকবর...', বুক ফুলিয়ে ঘোষণা মহম্মদ সামির

একনজরে পূর্ণাঙ্গ ভারতীয় টেস্ট স্কোয়াড:

শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।

Virat Kohli Rohit Sharma Indian Cricket Team Mohammed Shami