পাকিস্তানই বিশ্ব ক্রিকেটে সবথেকে বড় ছক্কা হজম করল। ১২২ মিটার! হ্যাঁ, এই দূরত্বেই পাকিস্তানের বিপক্ষে লম্বা ছক্কা হাঁকালেন লিয়াম লিভিংস্টোন। রবিবারেই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি২০-তে ব্যাট হাতে নেমে জ্বলে উঠলেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান।
গত সপ্তাহেই জাতীয় দলের জার্সিতে ওয়ানডে অভিষেক ঘটিয়ে ফেলেছিলেন ইংরেজ তারকা। প্রথম টি২০-তে লিভিংস্টোন পাক বোলিংকে ছারখার করে ৪৩ বলে ১০৩ করে দ্রুততম সেঞ্চুরিয়নদের তালিকায় নাম লিখিয়ে যান।
আরো পড়ুন: ওয়ানডে অভিষেকেই ছক্কা, হাফসেঞ্চুরির রেকর্ড! ঈশানের ব্যাটিংয়ে ফালাফালা শ্রীলঙ্কা, দেখুন ভিডিও
রেকর্ডের শতরানের পরেই রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলা লিভিংস্টোন এবার লম্বা ছক্কা হাঁকিয়ে শোরগোল ফেলে দিলেন। কিন্তু সত্যিই কি তিনিই দীর্ঘতম ছক্কা হাঁকালেন? পরিসংখ্যান বলছে, ২০১২ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে এটাই দীর্ঘতম ছক্কা। তবে অন্যতম বড় ছক্কার মালিক কিউয়ি ব্যাটসম্যান মার্টিন গুপ্তিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন পার্কে যে ওভার বাউন্ডারি বেরিয়েছিল তাঁর ব্যাট থেকে তাঁর দৈর্ঘ্য ছিল ১২৭ মিটার।
ব্রেট লি আবার ২০০৫-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিসবেনের গাব্বায় ১৪৩ মিটার ছক্কা হাঁকান। কথিত আছে ভারতীয় ব্যাটসম্যান সিকে নাইডু কাউন্টিতে খেলতে গিয়ে ওয়ারউইকশায়ারে ছক্কা হাঁকান। সেই বল নাকি চলে যায় পাশের ওরচেস্টারশায়ারে।
যাইহোক, হেডিংলেতে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় টি২০-তে ২৭ বছরের তারকা ৩৬ করে যান। আর সেই ইনিংসের মাঝেই ১২২ মিটার ছক্কা হাঁকান ১৬তম ওভারে হ্যারিস রউফের বলে। ফ্রন্ট ফুটে ওভার পিচ বল সরাসরি ব্যাটসম্যানের মাথার ওপর দিয়ে প্যাভিলিয়নে পাঠান।
ম্যাচের পর মঈন আলি বলে যান, "বিশাল বড় ছক্কা ছিল। তবে ওঁকে আগেও বেশ কয়েকবার এরকম ছক্কা হাঁকাতে দেখেছি। দক্ষিণ আফ্রিকার মানঝি সুপার লিগে ওঁর সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। একটা ছয় তো জোহানেসবার্গ।স্টেডিয়ামের বাইরেই পাঠিয়ে দিয়েছিল।"
ম্যাচে ইংল্যান্ডের ২০১ রান তাড়া করতে নেমে পাকিস্তান ১৫৫/৯-এর বেশি তুলতে পারেনি। মঙ্গলবার সিরিজের তৃতীয় টি২০ ম্যাচ হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন