Advertisment

Team India squad for Bangladesh t20I series: আধা শক্তির দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে টিম ইন্ডিয়া! টি২০ সিরিজে থাকতে চলেছে চমকের পর চমক

India t20I Squad for Bangladesh series: দুটো টেস্টের পরেই টি২০ সিরিজে খেলবে দুই দল। কেমনভাবে দল সাজাতে চলেছে টিম ইন্ডিয়া, দেখে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
India Squad, Bangladesh T20I series, ভারতীয় স্কোয়াড, বাংলাদেশ টি২০ সিরিজ,

India Squad-Bangladesh T20I series: বাংলাদেশ সিরিজে ভালো কিছু করে দেখাতে মরিয়া ভারত। (ছবি- টুইটার)

India Squad for Bangladesh T20I series: দীর্ঘ বিরতির পরে, টিম ইন্ডিয়া চলতি মাসের শেষের দিকে মাঠে ফিরবে। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। দুটি টেস্ট ম্যাচ হবে যথাক্রমে ১৯ এবং ২৭ সেপ্টেম্বর থেকে। এনিয়ে চলতি মরশুমে ভারতের মোট ১০টি টেস্ট খেলার কথা রয়েছে। তার মধ্যে পাঁচটি টেস্ট হবে ভারতে। বাকি পাঁচটি অস্ট্রেলিয়ায়।

Advertisment

বাংলাদেশের বিপক্ষে হোম টেস্ট সিরিজের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচ খেলবে। সূর্যকুমার যাদব এই সিরিজে মেন ইন ব্লু দলের নেতৃত্ব দেবেন। ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমান গিল সিরিজে না-ও থাকতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের সম্ভাব্য ১৫ জনের ভারতীয় দল তাই এমনটা হতে পারে- ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, রবি বিষ্ণোই, খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আরশদীপ সিং।

ওপেনার

ভারতের ব্যস্ত টেস্ট মরশুমের কারণে বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে শুভমান গিলকে। দুই দেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর টি২০ সিরিজ খেলা হবে। টি২০ সিরিজের মাত্র চার দিন পর, ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। নিউজিল্যান্ড টেস্টের পর, ভারতের টেস্ট খেলোয়াড়রা বর্ডার-গাভাসকার ট্রফির জন্য অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন। নির্বাচকরা শুভমানের কাজের চাপ সামলাতে তাঁকে বিশ্রাম দিতে পারেন। সম্প্রতি শুভমানকে ভারতের সাদা বলের সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে। বাংলাদেশ টি২০ সিরিজে সহ-অধিনায়কের পদটি সম্ভবত শূন্যই থাকবে। যশস্বী জয়সওয়ালকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা নেই। টি২০ সিরিজও তিনি খেলবেন বলে আশা করা হচ্ছে। রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মার সঙ্গেই টি২০ দলে ফিরতে পারেন। অভিষেক জিম্বাবুয়ের বিপক্ষে টি২০-তে অভিষেকের পর শ্রীলঙ্কা সফরে বাদ পড়েছিলেন।

মিডল অর্ডার

মিডল অর্ডারে ব্যাট করবেন সূর্যকুমার যাদব ও রিংকু সিং। সূর্যকুমার সম্প্রতি বুচি বাবু ক্রিকেট টুর্নামেন্টে খেলতে গিয়ে হাতে চোট পেয়েছেন। দলীপ ট্রফির প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে তাঁর অংশ নেওয়া নিয়ে কোনও প্রশ্ন নেই। 

অলরাউন্ডার

হার্দিক পান্ডিয়াকে বাংলাদেশ সিরিজে সহ-অধিনায়ক করা হয় কি না, সেটাই দেখার বিষয়। হার্দিক ২০২৪ টি২০ বিশ্বকাপের পরে রোহিত শর্মার বদলে টি২০ অধিনায়ক হবেন বলে রটেছিল। কিন্তু, আশ্চর্যজনকভাবে সূর্যকুমারকে অধিনায়ক করা হয়। এমনকী, হার্দিককে সহ-অধিনায়কও করা হয়নি। টি২০ দলে শিবম দুবে, রিয়ান পরাগ ও ওয়াশিংটন সুন্দরের থাকার সম্ভাবনা রয়েছে। অক্ষর প্যাটেলকে বিশ্রাম দেওয়া হতে পারে, কারণ তিনি টেস্ট দলে থাকবেন।

উইকেটরক্ষক

টি২০ সিরিজের জন্য সঞ্জু স্যামসন দলে থাকবেন। ঋষভ পন্থ টি২০ সিরিজে না-ও খেলতে পারেন। কারণ, তিনি টেস্ট খেলবেন। এমনিতে ঋষভ টি২০ বিশ্বকাপের সব ম্যাচ খেলেছেন। সেই সময় স্যামসন রিজার্ভে ছিলেন।

আরও পড়ুন- ৬৩৪ দিন পর টিম ইন্ডিয়ার সাদা জার্সিতে ফিরছেন সুপারস্টার, ভয়ে নীল বাংলাদেশ

বোলাররা

নির্বাচকরা টি২০ সিরিজের জন্য যুজবেন্দ্র চাহালকে ডাকতে পারেন। তিনি দলে রবি বিষ্ণোইয়ের পার্টনার হতে পারেন। তিন পেসার হিসেবে দলে খলিল আহমেদ, মুকেশ কুমার ও আরশদীপ সিংয়ের থাকার সম্ভাবনা। এই দুজনের মধ্যে কেউ বিশ্রামে গেলে মুকেশ বা আরশদীপের বদলে আভেশ খান ঢুকতে পারেন দলে।

 

Indian Cricket Team Test cricket Cricket News Bangladesh Cricket Team
Advertisment