মেক্সিকান ওয়েভে আই-লিগ শুরু ইস্টবেঙ্গলের

আই-লিগ শুরুর চারদিন আগে মেক্সিকান স্ট্রাইকার এনরিকে এসকেদাকে সই করিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। শনিবার তিনিই জ্বলে উঠলেন ইম্ফলের খুমান লম্পক মেইন স্টেডিয়ামে।

আই-লিগ শুরুর চারদিন আগে মেক্সিকান স্ট্রাইকার এনরিকে এসকেদাকে সই করিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। শনিবার তিনিই জ্বলে উঠলেন ইম্ফলের খুমান লম্পক মেইন স্টেডিয়ামে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sefie

জয়ের পর ড্রেসিংরুমে সেলফি (ছবি ফেসবুক)

ইস্টবেঙ্গল ২ (এনরিকে এসকেদা ১০', ৪৮')

Advertisment

নেরোকা এফসি

আই-লিগ শুরুর চারদিন আগে মেক্সিকান স্ট্রাইকার এনরিকে এসকেদাকে সই করিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। শনিবার তিনিই জ্বলে উঠলেন ইম্ফলের খুমান লম্পক মেইন স্টেডিয়ামে। এসকেদার জোড়া গোলে গতবারের আই-লিগ রানার্স নেরোকা এফসি-কে ২-০ হারিয়ে ভারত সেরার অভিযান শুরু করল আলেসান্দ্রো মেনেন্দেসের ইস্টবেঙ্গল।

Advertisment


এদিন পাহাড়ে ইস্টবেঙ্গলের খেলা সকলেরই মনে ধরেছে। স্প্যানিশ কোচের তিকিতাকা মিশেছে ইস্টবেঙ্গলের ফুটবলে। ছোট ছোট পাসে খেলা লাল-হলুদ শুরু থেকেই বেশ স্বপ্রতিভ। এই ম্যাচ দেখার পর লিগে ইস্টবেঙ্গল ফ্যানেরা আশাবাদী হওয়ার রসদ পেয়ে গেলেন। দলের তারকা ফুটবলার আল আমনার চোট। তবুও কাশিমকে না-নিয়েই তিন বিদেশি-জনি অ্যাকোস্টা, বোরহা এবং এনরিকেকে নিয়েই প্রথম একাদশ বেছে নিয়েছিলেন স্প্যানিশ কোচ। স্টার মার্ক নিয়েই পাস করলেন দলের বিদেশিরা। অ্যাকোস্টা-বোরহা জুটিও হিট। রক্ষণে চুলোভার সঙ্গেই নজর কাড়লেন লাল-হলুদের জার্সিতে অভিষেককারী মনোজ মহম্মদ।

আরও পড়ুন: ছোটদের বড় ম্যাচ ঘিরে অগ্নিগর্ভ ময়দান, মহিলাসহ আহত কয়েকজন

এদিন ইস্টবেঙ্গল বনাম নেরোকার ডুয়েলটা ছিল দুই কোচেরও। ইস্টবেঙ্গলের আলেসান্দ্রো ও নেরোকার ম্যানুয়েল রেটামারো দু’জনেই স্প্যানিশ নাগরিক। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক মেজাজে মেলে ধরল নিজেদের। ম্যাচের ১০ মিনিটেই গোল পেয়ে গেল ইস্টবেঙ্গল। সৌজন্যে এনরিকে। গ্লেন উইলিয়ামসের পাস থেকে দুরন্ত গোলে দলকে এগিয়ে দেন মেক্সিকান স্টার। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে গোল করে দলের জয় নিশ্চিত করেন এনরিকে।

এদিন নেরোকার জার্সিতে খেলেছেন লাল-হলুদের দুই প্রাক্তন কাটসুমি ও এডুয়ার্ডো। কিন্তু পুরনো দলের বিরুদ্ধে জ্বলে ওঠা হল না তাঁদের। কাটসুমি প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়লেন। এডুও পেলেন হালকা চোট। আলেসান্দ্রোর শিষ্য়দের পরের ম্যাচও পাহাড়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার শিলং লাজংয়ের বিরুদ্ধে খেলবে তারা। এখন দেখার সমতলে ফেরার পথে পাহাড় থেকে ছ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল ফিরতে পারে কি না!

ইস্টবেঙ্গল প্রথম একাদশ

East Bengal