Advertisment

বিধ্বংসী ইংল্যান্ডের কাছে চূর্ণ ইউক্রেন! কেনের জোড়া গোলে ইতিহাস, ভিডিও দেখুন

England vs Ukraine: তুখোড় ফর্মে থাকা ইংল্যান্ড আগের ম্যাচেই উড়িয়ে দিয়েছিল জার্মানিকে। তারপর ইউক্রেন কতটা লড়াই দিতে পারে ইংরেজদের সেদিকেই ছিল নজর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইংল্যান্ড: ৪ (হ্যারি কেন, হ্যারি ম্যাগুয়ের, জর্ডন হেন্ডারসন)
ইউক্রেন: ০

Advertisment

বিধ্বংসী ইংল্যান্ডের সামনে উড়ে গেল ইউক্রেনের সমস্ত প্রতিরোধ। ৪-০ গোলে শেভচেঙ্কোর দেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। রোমে জোড়া গোল করলেন হ্যারি কেন। বাকি দুই গোল হ্যারি ম্যাগুয়ের এবং পরিবর্ত হিসাবে নামা জর্ডন হেন্ডারসনের।

শেষ আটের প্রতিপক্ষ হিসাবে বেশ দুর্বল ছিল ইউক্রেন। তা নিয়ে সন্দেহ নেই। তবে এভাবেও বিনা লড়াইয়ে আত্মসমর্পণ করবে তারা, তা ভাবা যায়নি। কোচ গ্যারেথ সাউথগেট শুরুর একাদশে রাহিম স্টার্লিংয়ের সঙ্গে প্রথমবার নামিয়ে দিয়েছিলেন জ্যাডেন স্যাঞ্চকে। ইংরেজদের দুর্ধর্ষ আক্রমণভাগের উত্তাপেই পুড়ে ছাই ইউক্রেন।

আরো পড়ুন: বেলজিয়ামকে হারিয়ে শেষ চারে ইতালি! দুরন্ত আজ্জুরিদের সামনে উড়ে গেল একনম্বররা

আন্তর্জাতিক ফুটবলে গোল খরা চলছিল হ্যারি কেনের। সেই খরা কাটিয়ে জার্মানির বিরুদ্ধে শেষ লগ্নে গোল করে গিয়েছিলেন তিনি। এদিন ইউক্রেনের বিরুদ্ধে গোলের খাতা খুললেন চার মিনিটের মাথায়। স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে রাহিম স্টার্লিংয়ের থ্রু বল ধরে গোল করে যান ইংল্যান্ডের অধিনায়ক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যারি ম্যাগুয়ের হেডে দলের দ্বিতীয় গোল করে যান। এর পরে কেনের দ্বিতীয় গোলের পরেই কার্যত ভেঙে পড়ে ইউক্রেনের প্রতিরোধ। তৃতীয় গোলের রেশ কাটতে না কাটতে পরিবর্ত হিসাবে নামা জর্ডন হেন্ডারসন জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোল করে যান।

বুধবার গ্যারেথ সাউথগেটের দল মুখোমুখি হবে ডেনমার্কের বিপক্ষে যারা শনিবার রাতে বাকুতে হারাল চেক প্রজাতন্ত্রকে। মেজর কোনো টুর্নামেন্টে ইউক্রেন কখনো সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে সেই নজিরই ছুঁতে চেয়েছিল তারা। গ্রুপ পর্বের বাধা পেরোনোর পর অতিরিক্ত সময়ে ১০ জনের সুইডেনের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছিল তারা। তবে ম্যাচের শুরুতেই গোল হজম করায়, সেই সম্ভাবনার ইতি ঘটে শুরুতেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Euro Cup euro
Advertisment