Advertisment

ইউরোয় টাকার বৃষ্টি! চ্যাম্পিয়ন, রানার্স আপ হয়ে কত কোটি পেল ইতালি, ইংল্যান্ড

Euro 2020 prize money: ইউরোয় কোটি কোটি টাকা পুরস্কার অর্থ পাচ্ছে প্রতিটি দল। সবথেকে বেশি অর্থ পেতে চলেছে ইতালি এবং ইংল্যান্ড। পুরস্কার মূল্য নজরকাড়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একমাসের ফুটবল উত্তেজনায় ফুলস্টপ পড়ল রবিবারে। রুদ্ধশ্বাস ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফিনিক্স পাখির মত পুনর্জন্ম ঘটল ইতালির। বিশ্বকাপ যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পরে নতুন করে ইতালি বিশ্বকে চিনিয়ে দিল নিজেদের জাত!

Advertisment

আর মেগা টুর্নামেন্টে জিতে কোটি কোটি টাকা পকেটে ভরতে চলেছে ইতালি। কতটা? ইউরোপীয় সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে, এবার টাকার বৃষ্টি করেছে উয়েফা। ২০১৬ ইউরো সংস্করণে যেখানে মোট পুরস্কারমূল্য ছিল ৩০৪ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২৬৯২ কোটি টাকা)। তা এই সংস্করণে বেড়ে হয়েছে ৩৭১ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৩২৮৫ কোটি টাকা)।

আরো পড়ুন: হারের জন্য দায়ী কৃষ্ণাঙ্গরা! কালো ফুটবলারদের ওপর এবার ‘হামলা’ ইংরেজ সমর্থকদের

শুধুমাত্র ফাইনালিস্ট দুই দলই নয়, টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দলের জন্যই রয়েছে আকর্ষণীয় আর্থিক পুরস্কার।

Euro 2020 prize money:
জয়ী দল ইতালি- ১ কোটি ইউরো (ভারতীয় মুদ্রায় ৮৮.৫ কোটি টাকার কিছু বেশি)
রানার্স আপ ইংল্যান্ড- ৭০ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৬২ কোটি টাকা)
সেমিফাইনালে জয়ের জন্য- ৫০ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪.২ কোটি টাকা)
কোয়ার্টার ফাইনালে জয়ের জন্য- ৩২.৫ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২৮.৭ কোটি টাকা)
প্রি-কোয়ার্টার ফাইনালে জয়ের জন্য- ২০ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা)
গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য- ১৫ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা)
গ্রুপ পর্বের প্রতিটি ড্রয়ের জন্য- ৭.৫ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় সাড়ে ৬ কোটি টাকার বেশি)
গ্রুপ পর্বের বাধা পেরোনো প্রতিটি দলকে- ৯২.৫ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৮২ কোটি টাকা)

আরো পড়ুন: বোতল ছুঁড়ে, বাস জ্বালিয়ে লন্ডনের রাস্তায় তুলকালাম ইংরেজ সমর্থকদের, দেখুন ভয়ঙ্কর ভিডিও

ইউরোর ফাইনালে ওঠার জন্য ইংল্যান্ড এবং ইতালি দল পুরস্কার মূল্যের সিংহভাগ পকেটে পুরবে। প্রতিটি পর্বে জয়ের জন্য আলাদা আলাদাভাবে কোটি কোটি টাকা পেতে চলেছে দুই দল। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ইতালি। গ্রুপ পর্বের তিনটে ম্যাচ সহ। এর অর্থ ইতালির প্রাপ্য ৩৪ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় ৩০১ কোটি টাকা)।

ইংল্যান্ড আবার গ্রুপ পর্বে দুটো জয়ের সঙ্গে একটা ড্র করেছে। সেই হিসাবে ইংল্যান্ডে পুরো টুর্নামেন্টে প্রাপ্য অর্থ ২৯.৭৫ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২৬০ কোটি টাকা)

আরো পড়ুন: ওয়েম্বলিতে স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের! মানচিনির হাত ধরে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি, দেখুন ভিডিও

How much prize money do the players get?
দ্যা এথলেটিক-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতি দল যা উপার্জন করবে, তাঁর ৪০ শতাংশ পাবেন স্কোয়াডের ফুটবলাররা। বোনাস হিসাবে ফুটবলারদের অর্থ ভাগ করে দেওয়া হবে। এর পাশাপাশি ম্যাচ ফি হিসেবেও ফুটবলাররা অর্থ পাবেন। ইতালির জয়ে স্কোয়াডের ২৬ জন ফুটবলার প্রত্যেকে পাবেন ৫ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় ৪ কোটি ৪২ লক্ষ টাকা)।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Italy
Advertisment