ICC Champions Trophy, Champions Trophy 2025: একসময় তিনি ছিলেন পাকিস্তান দলের অধিনায়ক। আর, তাঁর সময়ে পাকিস্তান দল ছিল বিশ্ব ক্রিকেটের ত্রাস। অস্ট্রেলিয়ার মত চিরকালীন ভয়ংকর দলও পাকিস্তানকে রীতিমতো ভয় পেত, সমীহ করত। কিন্তু, এখন সেই পাকিস্তান ক্রিকেটের মান এতটাই নেমে গিয়েছে যে সবাই এই দলকে নিয়ে রীতিমতো ঠাট্টা, ইয়ার্কি করছে।
কিংবদন্তি বোলার
আর, তাঁর জমানায় তিনি ছিলেন বিশ্বের সেরা বোলার। এককথায় কিংবদন্তি। তাঁর মত বলের সুইং এবং ধার, বিশ্ব ক্রিকেটে আর কোনও পেসারের মধ্যে এখনও দেখা যায়নি। ফলে, পাকিস্তানের বোলিংয়ের ঠিক কতটা অধঃপতন ঘটেছে, সেটা তাঁর চেয়ে আর ভালো কেউ বোঝেন না। সেই কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রম এবার পাকিস্তানের বোলারদের সম্পর্কে মুখ খুললেন। রীতিমতো ভেঙালেন পাকিস্তানের বোলারদের। কারণ, পাক বোলাররা ভারতের বিরুদ্ধে বল করার আগে কলার পর কলা খেয়েছেন। কিন্তু, তার ধারেকাছে পারফরম্যান্সও দেখাতে পারেননি।
ওয়াসিম আক্রমের কথায়, 'আমি তোমাদের সবাইকে আরেকটা জিনিস বলছি। তখন প্রথম বা দ্বিতীয় জলপানের বিরতি চলছে। দেখলাম পুরো ট্রে এল, কলা ভর্তি! এত কলা বাঁদরেও খায় না। এটা ওঁদের খাবার না? কত, বল করার সময় কত কলা খায়! আমি যদি অত কলা খেতাম আর আমাদের অধিনায়ক ইমরান ভাই সেটা দেখত, তো ওখানেই খুব বকাবকি করত।'
তিনি তাঁর জমানায় একের পর এক ভারতীয় ব্যাটারদের বলে বলে আউট করেছেন। কিন্তু, কখনও তাঁর মধ্যে সেই সব আউট নিয়ে প্রকাশের আতিশয্য ছিল না। 'সুলতান অফ সুইং' বলে পরিচিত ওয়াসিম আক্রম, ভারত-পাকিস্তান ম্যাচে শুভমান গিলকে আউট করার পর আবরার আহমেদ যেভাবে অঙ্গভঙ্গি করে ভারতীয় ব্যাটারকে বিদায় জানিয়েছেন, তারও তীব্র সমালোচনা করেছেন।
আরও পড়ুন- মাঠে রাচিন রবীন্দ্রকে জড়িয়ে ধরে গ্রেফতার রাওয়ালপিন্ডির দর্শক, সব স্টেডিয়ামে জারি নিষেধাজ্ঞা
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে আক্রম বলেছেন, 'আমি ওঁর বল দেখে মুগ্ধ হয়েছি। কিন্তু, উদযাপন দেখে হইনি। সময় আর জায়গার একটা ব্যাপার আছে, ভাই। যদি দল জিতছে, তাহলে উদযাপন করো। কিন্তু, যখন জানো যে দল বিপদে আছে, তখন উইকেট পাওয়ার পর বিনয়ী হও। কিন্তু, সেটা হচ্ছে না। কেউ নেই যে ওঁকে এটা বোঝাবে! ওই উদযাপনটাই সবকিছু নষ্ট করে দিয়েছে। তুমি যদি সাত উইকেট নিয়ে মাত্র পাঁচ রান দিতে, তা-ও বুঝতাম!'