Champions Trophy, Rachin Ravindra: রাওয়ালপিন্ডি পিচের যে অনুপ্রবেশকারী, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রকে মাঠে ঢুকে জড়িয়ে ধরেছিলেন, তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, সমস্ত ক্রিকেট মাঠে ওই ব্যক্তির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। ওই অনুপ্রবেশকারী তেহরিক-ই-লাব্বাইক, পাকিস্তান দলের নেতা সাদ রিজভির একটি ছবি নিয়ে মাঠে ঢুকেছিলেন। তাঁকে আদালতে পেশ করা হয়েছে বলে পাকিস্তান পুলিশ জানিয়েছে।। ওই দর্শক রাওয়ালপিন্ডি ক্রিকেট মাঠের নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে মাঠে ঢুকেছিলেন। আর, তারপর ছুটে গিয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রাচিন রবীন্দ্রকে জড়িয়ে ধরেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের গ্রুপ এ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে সমস্ত ক্রিকেট মাঠেই স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে বলেই পিসিবি জানিয়েছে। পাকিস্তান ২৯ বছর পর প্রথম আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে। সেখানে এমন অবাঞ্ছিত ঘটনায় স্বভাবতই পিসিবি (PCB)-কে রীতিমতো চাপে ফেলে দিয়েছে। ১৯৯৬ বিশ্বকাপের পর এটিই পাকিস্তানের প্রথম বড় টুর্নামেন্ট।
পিসিবি (PCB) এক বিবৃতিতে বলেছে, 'গতকাল মাঠে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আমরা আলোচনা করেছি। নিরাপত্তা সংস্থাগুলো মাঠের চারপাশে নিরাপত্তা বাড়াতে এবং প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। তাঁকে পাকিস্তানের সব ক্রিকেট মাঠে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।'
সাম্প্রতিক পাকিস্তান ট্রাই-সিরিজে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পাওয়ার পর বাংলাদেশ ম্যাচেই মাঠে ফিরেছিলেন রবীন্দ্র। তবে, অনুপ্রবেশকারীর প্রবেশে তিনি দৃশ্যতই অস্বস্তিতে পড়েন। পিসিবি (PCB) জানিয়েছে, 'ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে, নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও আরও জোরদার করার পরিকল্পনা করা হচ্ছে।'
আরও পড়ুন- বাংলাদেশ-পাকিস্তান সম্মানরক্ষার ম্যাচ, কারা থাকছেন প্রথম একাদশে?
তবে এই ঘটনার পরও রবীন্দ্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর প্রথম সেঞ্চুরি করেন। যা নিউজিল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ওই জয়ের ফলে, নিউজিল্যান্ডও সেমিফাইনালে পৌঁছে গেছে। নিউজিল্যান্ড তাদের শেষ গ্রুপ ম্যাচে রবিবার ভারতের মুখোমুখি হবে।