Eden pitch, Chandrakant Pandit & Ajinka Rahane: ইডেনের পিচ বিতর্কে এবার ঢুকে পড়লেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও। সম্প্রতি ঘরের মাঠ ইডেনে কেকেআরের অনুকূল পিচ চেয়ে মুখ খুলেছিলেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। তাঁর সেই বক্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল। প্রশ্ন উঠেছিল যে, কোনও দল কি নিজেদের ইচ্ছে অনুযায়ী ঘরের মাঠের পিচ বানাতে পারে? কারণ, ভারতীয় ক্রিকেটের চালক সংস্থা বিসিসিআইয়ের তো এমন কোনও বিধিই নেই, যেখানে কোনও দল নিজেদের ইচ্ছে অনুযায়ী পিচ বানাতে পারবে! সেই বিতর্কের রেশ না-কাটতেই তাতে ঢুকে পড়লেন কেকেআর কোচ। তিনি দলের অধিনায়কের পাশে দাঁড়িয়ে বলেছেন, 'সব দলই ঘরের মাঠের সুবিধা চায়!' তাঁরাও সেটা চান। তবে, বিষয়টি নিয়ে কেকেআর যে খুব বেশি মাথা ঘামাতে নারাজ, সেটাও স্পষ্ট করে দিয়েছেন পণ্ডিত। তিনি বলেছেন, 'আমাদের কাছে ম্যাচটাই বেশি গুরুত্বপূর্ণ। কী করতে হবে, সেটাই বেশি জরুরি। কী হাতে আছে, সেটা তত গুরুত্বপূর্ণ নয়। তাই নজর শুধু ম্যাচের দিকেই রাখছি।'
এই পিচ বিতর্ক এমন চরমে পৌঁছেছে যে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন ইডেনের পিচ প্রস্তুতকারক বা কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তিনি জানান, অজিঙ্কা তাঁর ছেলের মত। সেই কারণে সে কথার কথা হিসেবে স্পিন-সহায়ক পিচ পাওয়ার আশা প্রকাশ করেছে। কেকেআরের তরফে তাঁকে বা ইডেন রক্ষণাবেক্ষণকারী সিএবিকে স্পিন-সহায়ক পিচ বানানোর অনুরোধ করা হয়নি। কিউরেটরের এই বক্তব্যে যখন ইডেনের পিচ বিতর্ক ঠান্ডাঘরে চলে যাওয়ার মুখে, সেই সময়ই কেকেআর কোচ বলেছেন, 'কোচ বা টিম ম্যানেজমেন্টের সদস্য হিসেবে, আমাদের যে পিচ দেওয়া হয়, আমরা তাতেই খেলি। পিচের নিয়ন্ত্রণ পুরোপুরি থাকে কিউরেটরের হাতে। আমি বলতে পারব না যে অন্য দলগুলোর বা অন্যান্য রাজ্যে মাঠের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকে! তবে এটুকুই চাইব, যে পিচ আমাদের দেওয়া হয়, ঘরের মাঠে অন্তত সেই পিচ যেন আমাদের সহায়ক হয়। প্রত্যেক কোচ, প্রত্যেক দলের অধিনায়ক, প্রত্যেক দলের কর্তা অন্তত এমনটাই কিন্তু, আশা করে।'
আরও পড়ুন- জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া, কেমন হতে পারে কলকাতার সম্ভাব্য একাদশ?
আজ, সোমবার (৩১ মার্চ) কেকেআর মুখোমুখি হচ্ছে মুম্বইয়ের। খেলা হবে মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে। কেকেআর কোচ জানিয়েছেন, কোথায় খেলা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ। তবে তিনি নিজের দলের খেলার দিকে বেশি নজর রাখতে চান। ভালো খেললে, কেকেআর জিতবে বলেই তিনি আশা প্রকাশ করেছেন।