New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/31/SCEF3BF43pBotE3WN6jn.jpg)
কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ
MI vs KKR Playing 11: কেকেআর চেষ্টা করবে সোমবার যেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। যদি এই ম্য়াচে মুম্বই জিততে পারে, তাহলে এই মরশুমে মুম্বই হারের হ্যাটট্রিক করবে।
কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ
গত মরশুমের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মধ্যে সোমবার (৩১ মার্চ) হাড্ডাহাড্ডি লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। দুটো দলের মধ্যে যদি হেড-টু-হেড পরিসংখ্যান আলোচনা করা যায়, তাহলে মুম্বইয়ের পাল্লা কিছুটা হলেও ভারী বলা যেতে পারে। কিন্তু, চলতি মরশুমে প্রথম দুটো ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স হেরে গিয়েছে। সেকারণে কেকেআর (KKR) মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্য়াচে কেকেআর বেঙ্গালুরুর কাছে হেরে গেলেও, গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তারা ধামাকাদার জয়লাভ করেছে।
কেকেআর চেষ্টা করবে সোমবার যেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। যদি এই ম্য়াচে মুম্বই জিততে পারে, তাহলে এই মরশুমে মুম্বই হারের হ্যাটট্রিক করবে। কেকেআর এবং মুম্বইয়ের মধ্যে এখনও পর্যন্ত ৩৪ ম্য়াচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ২৩ বার জয়লাভ করেছে। আর কলকাতা জিতেছে মাত্র ১১ ম্য়াচে। দুটো দলের মধ্যে যদি হেড-টু-হেড রেকর্ড আয়োজন করা হয়, তাহলে মুম্বই অনেকটাই এগিয়ে থাকবে। কিন্তু, কলকাতার সাম্প্রতিক পারফরম্য়ান্স যথেষ্ট ভালো হচ্ছে।
MI vs KKR Pitch Report: রানের বন্যা না আগুন বোলিং, কেমন হবে ওয়াংখেড়ের উইকেট?
কেকেআর ব্রিগেডের অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারিন খেলবেন কি না, সেটা তাঁর ফিটনেসের উপর নির্ভর করবে। গত ম্য়াচে শরীর খারাপ থাকার কারণে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামেননি। তবে রবিবার পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, তাতে তিনি একেবারে ফিট হয়ে উঠেছে। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশে তাঁকে দেখা যেতে পারে। কলকাতাকে তিনবার আইপিএল টুর্নামেন্ট জেতানোর পিছনে সুনীলের অবদান অনস্বীকার্য। দলের বোলিং ডিপার্টমেন্টে দায়িত্ব গ্রহণ করতে হবে হর্ষিত রানা, বৈভব অরোরা এবং অস্ট্রেলিয়ার পেসার স্পেনসর জনসনকে। কিন্তু, কেকেআর ব্রিগেডের আসল শক্তি লুকিয়ে রয়েছে দলের স্পিন ডিপার্টমেন্টে। সেখানে বরুণ চক্রবর্তী চালকের আসনে বসে রয়েছেন।
এই ম্য়াচে সুনীল নারিন কামব্যাক করলে কলকাতার প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন মঈন আলি। কুইন্টন ডি ককের সঙ্গে ওপেনার হিসেবে নামতে পারেন সুনীল। এছাড়া ব্যাটিং ডিপার্টমেন্টে আলাদা করে দায়িত্ব গ্রহণ করতে হবে অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার এবং অঙ্গকৃশ রঘুবংশীকে। পাশাপাশি ডেথ ওভারে দায়িত্ব গ্রহণ করতে হবে রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলকে।
কলকাতা: কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসর জনসন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
KKR vs LSG Rescheduled: রামনবমীর জন্য বদলে গেল তারিখ, কবে হচ্ছে কেকেআর-লখনউ ম্য়াচ?
মুম্বই: রোহিত শর্মা, রায়ান রিকলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, ভিগনেশ পুথুর।