Moin Khan on BCCI's stance for Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য টিম ইন্ডিয়ার টালবাহানা অব্যাহত। হাইব্রিড মডেলে এবারেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হতে পারে। ভারত নিরপেক্ষ কোনও ভেন্যুতে খেলার পক্ষপাতী। পাকিস্তান আবার পুরো টুর্নামেন্টই দেশে আয়োজন করতে চাইছে।
আর চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই রক্তচাপ বাড়ছে পাকিস্তানের। এশিয়া কাপে ভারত একদম শেষবেলায় হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় টুর্নামেন্টে অংশ নিয়েছিল। পাকিস্তানে ভ্রমণ করা ছাড়াই। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পরই চাপ বেড়েছে পাকিস্তানের।
পড়শি দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে বাগড়া দিতে পারেন জয় শাহ। এমন সম্ভাবনা তৈরি হতেই পাকিস্তানি ক্রিকেট মহল ভারতকে একহাত নিয়ে চলেছে ধারাবাহিকভাবে। এবার ভারতীয় বোর্ডের সমালোচনায় সরব হলেন স্বয়ং পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার মঈন খান। সরাসরি সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকরকে পুরো বিষয়টি নিষ্পত্তির জন্য দায়িত্ব নিতে বললেন তিনি।
আরও পড়ুন: জীবন নিয়ে ব্যাট করতে হলে এই তারকাই সেরা! ধোনি-কোহলিকে সরিয়ে যুবির বাছাই ৩৭ বছরের কিংবদন্তি
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে মঈন খান বলে দিয়েছেন, "শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব, রাহুল দ্রাবিড়দের মত প্রাক্তন ভারতীয় তারকাদের এগিয়ে আসতে হবে। বিসিসিআইকে যেন ওঁরা খেলা থেকে রাজনীতি দূরে থাকার পরামর্শ দেয়। রাজনৈতিক ইস্যু দিয়ে খেলার মাঠে বাধা তৈরি করলে হবে না। সমর্থকরা দুই দেশের খেলা দেখতে পছন্দ করেন। স্রেফ পাকিস্তান নয়, গোটা ক্রিকেট সমাজ এতে উপকৃত হবে।"
ভারত এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পর বিসিসিআই সেই চুক্তি অবমাননা করেছে, এমন অভিযোগ বারবারই ভাসিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০১২/১৩ সিজনে শেষবার দুই দেশ দ্বিপাক্ষিক স্তরে ক্রিকেট খেলেছিল। তারপর ভারত-পাকিস্তান দুই দলই কেবলমাত্র আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপে পরস্পরের মুখোমুখি হয়।
মঈন খানের কড়া মন্তব্য, "আইসিসির সঙ্গে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি যদি ওঁরা না রাখে, এবং ওঁরা যদি পাকিস্তানে না আসে, তাহলে পাকিস্তানেরও ভারতে আয়োজিত কোনও ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে চিন্তাভাবনা করা উচিত।" ঘটনাচক্রে, গত বছরই ওয়ানডে।বিশ্বকাপ খেলতে ভারতে পা রেখেছিল পাকিস্তান ক্রিকেট দল।