Yuvraj Singh on Rohit Sharma: রোহিত শর্মাকে বিরাট সার্টিফিকেট দিলেন যুবরাজ সিং। রোহিত শর্মা আইসিসি খেতাবের জন্য ভারতের ১১ বছরের খরার অবসান ঘটিয়েছেন। এই বছরের জুনে টি-২০ বিশ্বকাপের শিরোপা জিততে দলকে নেতৃত্ব দিয়েছেন। রোহিত পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। আট ম্যাচে ৩৬.৭১ গড়ে ২৫১ রান করেছেন। সেই কারণে ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং মনে করেন রোহিতই তাঁর আদর্শ ব্যাটসম্যান। যুবরাজকে এমন একজন খেলোয়াড়ের নাম বলতে বলা হয়েছিল, যাকে তিনি তার জীবনের সেরা ব্যাটার মনে করেন। প্রশ্নের জবাবে, যুবরাজ ভারতের অধিনায়ক রোহিতকে বেছে নিয়েছেন। একইসঙ্গে বোঝাতে চেয়েছেন যে, রোহিতের ব্যাটিং শৈলী অনেকটা তাঁর মত। এই ব্যাপারে যুবরাজ বলেছেন, 'আমার ব্যাটিং স্টাইল, আমি ঠিক জানি না। তবে, সম্ভবত একজন বিগ হিটার, রোহিত শর্মার মতই।'
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল শুক্রবারই চেন্নাই পৌঁছেছে। বাংলাদেশের বিরুদ্ধে ১ম টেস্টের প্রস্তুতি শুরু করেছে। তারকা খেলোয়াড় জসপ্রিত বুমরাহ, ঋষভ পন্থ এবং কেএল রাহুলকেও বিমানবন্দরে টিমবাসে উঠতে দেখা গিয়েছে। রোহিত ও তারকা ব্যাটার বিরাট কোহলি শুক্রবার ভোররাতেই চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন। পরিবারের সঙ্গে বেশ কিছুটা গুরুত্বপূর্ণ সময় কাটিয়ে সরাসরি লন্ডন থেকে চেন্নাই এসেছেন কোহলি। পেসার আকাশ দীপ ও যশ দয়াল টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন। উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ ২০২২ সালের ডিসেম্বরে তাঁর প্রাণঘাতী দুর্ঘটনার পর প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে ফিরেছেন। প্রথম টেস্ট ম্যাচে তাঁরা দলে আছেন। একাদশে থাকবেন কি না, সেটা সময় বলবে।
বিরাট কোহলিও চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের হয়ে খেলার পর প্রথমবারের মতো টেস্ট ফরম্যাটে ফিরবেন। ছেলে আকায়ের জন্মের কারণে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হোম টেস্ট সিরিজ মিস করেন। তারপর থেকে, তিনি অপ্রতিরোধ্যভাবে জয়ী হওয়া ভারতের টি-২০ বিশ্বকাপ দলের হয়ে খেলেছেন। শ্রীলঙ্কা সফর করেছেন। কিন্তু, সেগুলো টেস্ট ম্যাচ নয়। বিরাট বাংলাদেশ সিরিজে স্বভাবতই তাঁর ফর্ম ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের নায়ক! ৪ বছর ধরে খেলেননি লাল বলের ক্রিকেট
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের সিরিজ শুরু হবে। লং ফরম্যাটের দ্বিতীয় খেলা শুরু হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে। এটাই ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর প্রথম টেস্ট অ্যাসাইনমেন্টে। প্রধান কোচ গৌতম গম্ভীরও তাই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া।