খালিদ জামিলের ইস্টবেঙ্গলের সুপার স্ট্রাইকার! ঝড় তুলতে ফের আসছেন কলকাতায়

তিন প্রধানকে বেগ দিতে এবার ভালো দল গড়ছে ভবানীপুর এফসি। উইলিস প্লাজাকে এবার দেখা যেতে পারে ভবানীপুরের জার্সিতে।

খালিদ জামিলের ইস্টবেঙ্গলের সুপার স্ট্রাইকার! ঝড় তুলতে ফের আসছেন কলকাতায়

কলকাতা ফুটবল তাঁকে পরিচিতি দিয়েছে। লাল হলুদ জার্সিতে গোল করার পর তাঁর অম্লান হাসি এখনও সমর্থকদের হৃদয়ে অটুট। উইলিস প্লাজা মানেই সমর্থকদের নয়নের মণি। সেই প্লাজাকেই এবার দেখা যাবে ভবানীপুরের জার্সিতে।

ইস্টবেঙ্গল, মোহনবাগান এখনও দল গঠনের বাজারে ধীরে চলো নীতি নিয়েছে। তবে ভবানীপুর বেশ শক্তিশালী দল গড়ছে। স্থানীয় তারকাদের মধ্যে কিংশুক দেবনাথ, কৌশিক সরকার যেমন রয়েছেন, যেমন সঞ্জু প্রধানকেও সই করিয়েছে ভবানীপুর। তেমন রিয়েল কাশ্মীরের হয়ে সর্বোচ্চ গোলদাতা নোহেরো ক্রিজোকেও নিয়ে এসেছে ভবানীপুর। মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার ইচেজোনার ঠিকানাও এবার ভবানীপুর।

আরও পড়ুন: সিনিয়র দলের সঙ্গেই আরও দায়িত্ব বাড়ল ফেরান্দোর! সবুজ মেরুন শিবিরে বিরাট আপডেট

কোচ রঞ্জন চৌধুরীর বাজি অবশ্য হতে চলেছেন প্লাজা। সূত্রের খবর, প্লাজার সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। প্লাজা-ক্রিজো জুটি কলকাতা লিগে জুটি বাঁধলে বহু দলের ঘুম উড়িয়ে দিতে পারে।

খালিদ জামিলের ইস্টবেঙ্গলে বড়সড় অস্ত্র ছিলেন তারকা। টানা দু-মরশুম খেলে প্লাজা লাল হলুদ জার্সিতে ২৪ ম্যাচে ১১ গোলও করেন। এরপরে দুই পৃথক পৃথক স্পেলে মহামেডানের জার্সিতেও খেলেছেন ত্রিনিদাদ এন্ড টোব্যাগোর জাতীয় দলে খেলা এই তারকা।

আরও পড়ুন: ‘রিমুভ ATK’, ‘ব্রেক দ্য মার্জার’ নিয়ে বড় মন্তব্য কৃষ্ণের! হঠাৎই বাগান সমর্থকদের রোষের মুখে

কলকাতা ময়দানে সেভাবে নিজের জাত চেনাতে না পারলেও প্লাজা চার্চিলের জার্সিতে সেরা ছন্দে খেলেছেন। বহুবার দুই প্রধানকে আটকে দিয়েছেন গোয়ান ক্লাবের হয়ে। ৩৫ ম্যাচে ২৯ গোল করেছেন তারকা। ম্যাচ পিছু প্রায় ১-এর কাছাকাছি স্কোরিং স্ট্রাইক রেট। শেষ মরশুমে প্লাজা খেলেছেন আইজলের হয়ে।

এবার পুরোনো শহরে ফিরছেন। নতুন ক্লাবের জার্সিতে। প্লাজার সেই দুরন্ত গোলের সেলিব্রেশন দেখার অপেক্ষায় কলকাতা।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ex east bengal star willis plaza set to sign for bhawanipur fc

Next Story
সিনিয়র দলের সঙ্গেই আরও দায়িত্ব বাড়ল ফেরান্দোর! সবুজ মেরুন শিবিরে বিরাট আপডেট
Exit mobile version