/indian-express-bangla/media/media_files/2024/11/16/q3LoLCzgmeDzQDhcOyNX.jpg)
Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশী (ফাইল ছবি)
Vaibhav Suryavanshi's age controversy: ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশীর আসল বয়স কত? এনিয়ে জল্পনা উসকে দিলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার জুনায়েদ খান। তাঁর প্রশ্ন, 'একজন ১৩ বছর বয়সি কি এত লম্বা ছয় মারতে পারে?' এবারের আইপিএল মেগা নিলামে বিক্রির পর থেকেই প্রচারের আলোয় ভারতীয় তারকা ব্যাটার। তাঁকে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছেই।
বৈভব সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত এশিয়া কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ওই প্রতিযোগিতায় রানার্স হয়েছে। এই প্রতিযোগিতার আগেই সৌদি আরবের জেড্ডায় বসেছিল আইপিএল মেগা নিলামের আসর। সেখানে সূর্যবংশীকে রাজস্থান রয়্যালস ১.১ কোটি টাকায় কিনেছে। এই নিলামের পরই এশিয়া কাপে গিয়ে মারকাটারি হাফ সেঞ্চুরি করেছেন বৈভব। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এই ১৩ বছর বয়সি ওপেনার ৪৬ বলে ৩টি চার ও ৬টি ছক্কা-সহ অপরাজিত ৭৬ রান করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে ৩৬ বলে ৬টি চার এবং ৫টি ছক্কা-সহ ৬৭ রান করেছেন। যার ফলে, ভারত ১৭৪ রান তুলতে পেরেছিল।
শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে বৈভবকে ছক্কা হাঁকাতে দেখেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার জুনায়েদ খান। তারপরই তিনি বৈভবের আসল বয়স ১৩ কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। শ্রীলঙ্কার পেসার দুলনিথ সিগেরার বলে সূর্যবংশীর একটি ছক্কার ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জুনায়েদ। বলটি গ্যালারির অনেকটা ভিতরে পড়েছিল। সেই ক্লিপের ক্যাপশনে জুনায়েদ লিখেছেন, 'একটি ১৩ বছরের বাচ্চার পক্ষে কি এত বড় ছক্কা হাঁকানো সম্ভব?'
বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী পালটা চ্যালেঞ্জ ছুডে জানিয়েছেন, প্রয়োজনে তাঁর ছেলের বোন টেস্ট করতে দিতেও তিনি রাজি। সংবাদ সংস্থাকে সঞ্জীব বলেছেন, 'ওঁর যখন সাড়ে চার বছর বয়স তখন প্রথম বিসিসিআইয়ের বোন টেস্টের জন্য গিয়েছিল। এখন ও ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলছে। আমাদের কোনও ভয় নেই। চাইলে ওঁর বয়স পরীক্ষা করতে পারেন।'
বৈভব সূর্যবংশী ঘরোয়া ক্রিকেটে বিহারের প্রতিনিধিত্ব করেন। ১টি টি২০ ছাড়াও ৫টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন। এর আগে সেপ্টেম্বরে, তিনি ১৩ বছর ১৮৭ দিন বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। যুব ক্রিকেটে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ খেলোয়াড়। বৈভবের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে আর্থিক প্রতিকূলতার মধ্যে দিয়ে বেড়ে উঠেছে।
আরও পড়ুন- পাত্তাই পেলেন না শাহরুখ, অমিতাভ! অবসরের ৫ বছর পরেও ধোনি-ম্যাজিকে ঝাপসা দুই কিংবদন্তি
বৈভবের ক্রিকেট জীবনের সূচনা প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছি। যার মধ্যে আর্থিক প্রতিকূলতাও ছিল অন্যতম। বৈভবের যখন পাঁচ বছর বয়স, তখন আমি ওঁকে বাড়ির উঠোনে ক্রিকেট অনুশীলন করাতাম। ৭ বছর বয়সে বৈভব সমস্তিপুর স্পোর্টস অ্যাকাডেমিতে ভর্তি হয়। ওখানেই কোচ ব্রিজেশ ঝা ওঁকে কঠোর পরিশ্রম করে তৈরি করেছেন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us