Advertisment

Gautam Gambhir-Sourav Ganguly: নিজের জ্যাক লাগিয়ে এসেছে, সৌরভকে কুরুচিকর আক্রমণ গম্ভীরের! ফাঁস বাংলার তারকার

Manoj Tiwary-Gautam Gambhir-Sourav Ganguly: বেশ কিছুদিন ধরেই গৌতম গম্ভীরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Manoj Tiwary-Gautam Gambhir-Sourav Ganguly: মনোজ তিওয়ারি-গৌতম গম্ভীর ও সৌরভ গাঙ্গুলি

Manoj Tiwary-Gautam Gambhir-Sourav Ganguly: মনোজ তিওয়ারি-গৌতম গম্ভীর ও সৌরভ গাঙ্গুলি। (ছবি-টুইটার)

Manoj Tiwary-Gautam Gambhir-Sourav Ganguly: শুধু তাঁর পিছনেই নয়। সৌরভ গাঙ্গুলির পিছনেও লেগেছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এমনটাই দাবি করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। বেশ কয়েকদিন ধরেই গম্ভীরের সঙ্গে তাঁর বিবাদের একের পর এক কাহিনি তিওয়ারি সামনে আনছেন। তার মধ্যেই সৌরভের প্রতি গম্ভীরের বিদ্বেষ কেমন ছিল, তা-ও তিনি বলেছেন। বাংলার ক্রিকেটের সঙ্গে সৌরভ গাঙ্গুলির মর্যাদা ওতপ্রোতভাবে জড়িত। এই রাজ্যের ক্রিকেট থেকে কোনও ক্রিকেটার সৌরভের মাপে জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় দাপিয়ে বেড়াতে পারেননি।  

Advertisment

২০১৫ সালে ফিরোজ শাহ কোটলা (বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম)-এ বাংলা এবং দিল্লির মধ্যে রঞ্জি ম্যাচে তিওয়ারি-গম্ভীরের বিবাদ শিরোনাম হয়েছিল। সেই প্রসঙ্গে বলতে গিয়েই তিওয়ারি বলেছেন, গম্ভীর ওই দিন শুধু তাঁকেই গালি দেননি। সৌরভ গাঙ্গুলিকেও যাচ্ছেতাই বলেছিলেন। এই ব্যাপারে তিওয়ারি বলেছেন, 'ও টানা গালাগালি দিয়ে যাচ্ছিল। সৌরভ গাঙ্গুলি তখন সদ্য সিএবির প্রশাসনে যোগ দিয়েছে। গম্ভীর ওঁর সম্পর্কেও বাজে কথা বলছিল।' 

ঠিক কী বলেছিলেন গম্ভীর? এই প্রসঙ্গে মনোজ তিওয়ার বলেন, 'সৌরভ সোর্স ব্যবহার করে আজ এই জায়গায় পৌঁছেছে। তুমি ওকেই নকল করছ। তুমিও ওরকমই ধান্দাবাজ।' মনোজ জানিয়েছেন যে তিনি সৌরভকে ওই কথা জানিয়ে দেন। এই প্রসঙ্গে তিওয়ার বলেন, 'আমি যখন দাদাকে বললাম, ও বলল- ঠিক আছে! আমার দায়িত্ব ছিল জানানোর, আমি জানিয়েছি। গম্ভীরের মাথা গরম করার সমস্যা আছে।'

গম্ভীরের আচরণ সম্পর্কে বলতে গিয়ে মনোজ বলেন, 'ও যেরকম গালি দেয়, আমি কাউকে এরকম গালাগালি করতে শুনিনি। আমিও চুপচাপ গালাগালি সহ্য করার লোক নই। আমি ওঁকে জিজ্ঞাসা করি, তুমি ওরকম গালাগালি দিচ্ছ কেন? ওভার শেষ হওয়ার পর আমিও মেজাজ হারিয়ে ফেলি। ও তারপর আমাকে বলল, সন্ধ্যায় আসিস! আমি পেটাব। আমি পালটা বললাম, সন্ধ্যায় কেন? এখনই মারামারি করি। কোনও খেলোয়াড় আমার সঙ্গে এরকম ভাষায় কখনও কথা বলেনি। ওখানে সংবাদমাধ্যমের কর্মীরাও ছিলেন। তাঁরা তো গম্ভীরের ওই সব কথা শুনে রীতিমতো চমকে যান!' 

Advertisment

আরও পড়ুন- ঘর ভাঙছে শেওয়াগের! ২০ বছরের দাম্পত্যে ফুলস্টপ এক নিমেষেই

তিওয়ারি বলেন, 'এরপর আম্পায়ার এসে ওঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ওভার শেষ হওয়ার পর আমি নন-স্ট্রাইকার এন্ডে ছিলাম। ও মিড অফে এসে ফের গালাগালি করা শুরু করল। আম্পায়ারদের এমনিতে খুব বেশি কিছু করার থাকে না। তারপর আবার ও একজন বড় খেলোয়াড়। চাইলে ও আম্পায়ারদের বিরুদ্ধেও কিছু করে খেলতে পারত। সেই কারণে আম্পায়াররা সব চুপচাপ সহ্য করে যান।'

cricket Sourav Ganguly Gautam Gambhir Manoj Tiwary Cricket News Indian Cricket Team cab Team-India Team India
Advertisment