/indian-express-bangla/media/media_files/2025/03/25/isCQCrgIBZe2AVpcNmrb.jpg)
Delhi Capitals vs Lucknow Super Giants: দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচের একটি দৃশ্য। (ছবি- আইপিএল)
Faf du Plessis on Ashutosh Sharma: ‘Going to drink some more masala tea to make sure I can hit ball like that’: দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক ফাফ ডু প্লেসিস আশুতোষ শর্মা ও বিপ্রজ নিগমের বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ। সোমবার বিশাখাপত্তনমে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এক উইকেটে নাটকীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই দুই ব্যাটসম্যান। ম্যাচ শেষে ডু প্লেসিস মজার ছলে বলেন, 'আমি অবশ্যই আরও কিছু মসলা চা খাব, যাতে আমি ওদের মতো শট খেলতে পারি।'
ডু প্লেসিস আরও বলেন, 'একজন বিদেশি খেলোয়াড় হিসেবে, ভারতীয় ব্যাটসম্যানদের শক্তপোক্তভাবে এবং সহজেই বল মারার দক্ষতা দেখে আমি অবাক। পিচ মোটেও সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু শেষদিকে আশুতোষ ও বিপ্রজ যেভাবে নেমে একের পর এক বাউন্ডারি হাঁকাল, অসাধারণ।'
ম্যাচে আশুতোষ মাত্র ৩১ বলে অপরাজিত ৬৬ রান করেছেন। আর বিপ্রজ ১৫ বলে ৩৯ রান করেছেন। দিল্লি ক্যাপিটালস যখন ৫ উইকেটে ৬৫ রানে ধুঁকছিল, তখন ইমপ্যাক্ট সাব হিসেবে মাঠে নামানো হয় আশুতোষকে। সেই সময় ২১০ রানের লক্ষ্যে দিল্লির প্রয়োজনীয় রান রেট ১০-এর কাছাকাছি ছিল।
You dismiss JFM , Faf is there
— KLFy (@we_are_ahea) March 24, 2025
You dismiss Faf , KL Rahul is there
You dismiss KL Rahul , Stubbs is there
You dismiss Stubbs, Ashutosh Sharma is there.
Beware CSK Dog's , DC has all the big guns together 🚨💉 pic.twitter.com/vKylAt0j0v
আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম সম্পর্কে বলতে গিয়ে ডু প্লেসিস বলেন, 'অনেক খেলোয়াড় এই নিয়ম নিয়ে অভিযোগ করলেও, এই ধরনের ম্যাচের জন্যই নিয়মটি রাখা হয়েছে। যখন মনে হয় যে দল একেবারে ম্যাচ হেরে গেছে, তখন যাতে একজন ব্যাটসম্যান এসে অবিশ্বাস্য ইনিংস খেলতে পারেন, সেই জন্য রাখা হয়েছে এই নিয়ম। আমার মনে হচ্ছিল যে, ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেছে। কিন্তু ক্রিকেটে কখনই হাল ছাড়া উচিত না।'
আরও পড়ুন- এমএস ধোনি কী বললেন বিঘ্নেশ পুথুরকে? বন্ধু ও কোচের চোখে একজন অটোচালকের ছেলের আইপিএল সফর
আশুতোষের দুর্দান্ত পারফরম্যান্স আইপিএলের এবারের আসরের অন্যতম আলোচিত বিষয়। দিল্লি ক্যাপিটালসের এই রোমাঞ্চকর জয় ক্রিকেটপ্রেমীদের মনে ইতিমধ্যেই দাগ কেটেছে।