Advertisment

ভারতে আসার বিমান ধরা হল না ফাফের, পেলেন না ব্য়াট, ক্ষোভে ফুঁসছেন ক্য়াপ্টেন

ভারতের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ থেকে সরে দাঁড়ান ফাফ। তাঁর পরিবর্তে কুইন্টন ডি কক ক্যাপ্টেনসি করছেন। কিন্তু ফাফ ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলবেন। সেখানে তিনিই অধিনায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
South Africa captain Faf du Plessis slammed British Airways for one of his ‘worst flying experiences,’

ক্ষোভে ফুঁসছেন ফাফ, ভারতে আসার বিমানেই উঠতে পারলেন না প্রোটিয়া ক্য়াপ্টেন

ভারতে আসরে বিমান ধরা হল না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসিস। এমনকী পেলেন না ক্রিকেট ব্য়াগটাও।যার জন্য় টুইটারে ব্রিটিশ এয়ারওয়েজকে ধুয়ে দিলেন ফাফ।

Advertisment

একাধিক টুইট করেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন ফাফ। তিনি বলছেন জীবনের সবচেয়ে খারাপ বিমান অভিজ্ঞতার সন্মুখীন হলেন তিনি। ফাফ লিখলেন, " অবশেষে দুবাইয়ের বিমান ধরলাম। যেটা চার ঘণ্টা দেরিতে ছাড়ল। এখন আমি ভারতে আসার বিমান ধরতে পারছি না। ১০ ঘণ্টা পর আবার বিমান আছে। জীবন লেমন দিলে সেটাকে লেমনেড বানাতে হয়। আমার ক্রিকেট ব্য়াগটাও এল না। অত্য়ন্ত বিরক্তি আসছে। ব্রিটিশ এয়ারওয়েজের জন্য় জীবনের সবচেয়ে খারাপ বিমান অভিজ্ঞতা হলো। আশা করি দ্রুত ব্য়াটগুলো ফিরে পাব।"

-->

আরও পড়ুন: দল নির্বাচনের আগের রাতেই ফাফকে ফোন ডিভিলিয়ার্সের, কী বলেছিলেন প্রোটিয়া অধিনায়ক?

-->

ভারতের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ থেকে সরে দাঁড়ান ফাফ। তাঁর পরিবর্তে কুইন্টন ডি কক ক্যাপ্টেনসি করছেন। কিন্তু ফাফ ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলবেন। সেখানে তিনিই অধিনায়ক। আইপিএল-এ শেষবার ভারতে খেলে গিয়েছেন তিনি। এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের স্টার ক্রিকেটার ফাফ। এবার ফের একবার ভারতে আসছেন তিনি।

cricket India
Advertisment