scorecardresearch

বড় খবর

ফাফ চাইছেন রাঁচিতে তাঁর পরিবর্তে অন্য কেউ টস করুক

এশিয়ার মাটিতে টানা ন’বার টস হেরেছে ফাফ দু প্লেসিস। বিষয়টা নিয়ে রীতিমতো তিতিবিরক্ত দক্ষিণ আফ্রিকার ক্য়াপ্টেন। শনিবার ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্য়াচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্য়াচ খেলবে ফাফের দল।

ফাফ চাইছেন রাঁচিতে তাঁর পরিবর্তে অন্য কেউ টস করুক
ফাফ চাইছেন রাঁচিতে তাঁর পরিবর্তে অন্য কেউ টস করুক (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)

এশিয়ার মাটিতে টানা ন’বার টস হেরেছে ফাফ দু প্লেসিস। বিষয়টা নিয়ে রীতিমতো তিতিবিরক্ত দক্ষিণ আফ্রিকার ক্য়াপ্টেন। শনিবার ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্য়াচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্য়াচ খেলবে ফাফের দল।

রাঁচির জেএসসিএ ইন্টারন্য়াশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে বিরাট কোহলির সঙ্গে তাঁরই টস করার কথা। কিন্তু ফাফের বদলে যদি অন্য় কাউকেই দেখা যেতে পারে টসের সময়। শুক্রবার রাঁচিতে সাংবাদিক বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন ফাফ।

আরও পড়ুন: অনন্য় রেকর্ডের হাতছানি বিরাটের সামনে, পন্টিংকে টপকে লিখতে পারেন ইতিহাস

বিশাখাপত্তনমের পর পুণেতেও ভারত টসে জিতে প্রথমে ব্য়াট করে ৫০০-র ওপর রান তুলেছে। কার্যত রানের পাহাড়েই চাপা পড়ে সিরিজ হাতছাড়া হয়েছে প্রোটিয়াদের। ফাফ টস জিতেই ভাগ্য় বদল করতে চাইছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলছেন, “একটা বিষয় নিশ্চিত করতে হবে যে, আমরা ভারতের সঙ্গে ওদের পরিবেশেই লড়াই করছি। প্রথম টেস্টে সেটা আমরা করেছি। আশা করছি আগামিকাল টস জিতে ভাল শুরু করতে পারব।”

হালকা মেজাজেই ফাফ জানালেন যে, তাঁর পরিবর্তে অন্য কেউ টস করতে আসতে পারে। তাঁর বক্তব্য়, “অন্য় কাউকে টস করতে পাঠাব। কারণ আমার টসের রেকর্ড একদম ভাল নয়।  আমরা প্রথমে ব্য়াট করে যদি বড় রান তুলতে পারি তাহলে যে কোনও কিছু সম্ভব। আগামী কয়েকদিনে সেটা বোঝা যাবে। পিচ দেখে শুষ্ক মনে হলো। প্রথম প্রথম ইনিংসে রান করাটাই গুরুত্বপূর্ণ হবে। সেখান থেকে দ্বিতীয় ইনিংসে যা কিছু সম্ভব।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Faf du plessis wont mind sending someone else to end toss losing streak