Fakhar Zaman about India on Champions Trophy: ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসত, তবে ভারতীয় দলকে বিরাট অভ্যর্থনা দেওয়া হত। এমনটাই দাবি করলেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার ফখর জামান। তিনি জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে খেলতে তাঁর ভালোই লাগবে। একইসঙ্গে ফখর জামান জানিয়েছেন যে, ২০২৩ একদিনের বিশ্বকাপে তিনি পাকিস্তান দলের সঙ্গে ভারতে এসেছিলেন। আর, ভারতে পাকিস্তান দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। সেই অভ্যর্থনা পেয়ে তিনি ও পাকিস্তান দলের বাকিরা বেশ খুশি।
সংবাদমাধ্যমকে ফখর জামান বলেছেন, 'ভারতে খেলার সুযোগ পাওয়াটা আমরা অবশ্যই মিস করব। ২০২৩ একদিনের বিশ্বকাপে আমরা অনেক আনন্দ করেছি। আমরা ভারতে দর্শকদের থেকে বিপুল সমর্থন পেয়েছি। তাঁদের থেকে অত্যন্ত সুন্দর আতিথেয়তা পেয়েছি। আমরা যখন প্রথম হায়দরাবাদে গেলাম, সেই সময় স্থানীয় বাসিন্দারা আমাদেরকে অসাধারণ অভ্যর্থনা জানিয়েছিল। আমাদের প্রতি তাঁদের ভালোবাসা চোখেমুখে ধরা পড়ছিল। এরপর আর ভারতে খেলার সুযোগ না পেলে, আমরা এসব মিস করব।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এই প্রসঙ্গে ফখর জামান বলেছেন, 'ভারত যদি পাকিস্তানে আসত, তবে তারা আরও বড় অভ্যর্থনা পেত। আমরা ওঁদের আতিথেয়তায় কোনও ত্রুটি রাখতাম না। কিন্তু, তারা পাকিস্তানে খেলতে আসছে না। তবে, আমরা দুবাইয়ে ওদের বিরুদ্ধে খেলব। সেই ম্যাচ নিয়ে আমরা এখন থেকেই আনন্দে টগবগ করে ফুটছি।'
গত অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তান স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন বাবর আজম। তার পরেই আজমের সমর্থনে টুইট করেছিলেন ফখর জামান। তাতে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) রোষানলে পড়েন। নির্বাচকরা ফখর জামানকেও দল থেকে বাদ দেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফিরতে পারেন এই দুর্ধর্ষ ওপেনার। ফখর বর্তমানে আইএল টি২০ (ILT20) লিগে খেলছেন। এই লিগে তিনি ২০২৩-এর রানার্স-আপ 'ডেজার্ট ভাইপার' দলের সদস্য।
আরও পড়ুন- অবাধ্য হয়ে নিয়ম ভাঙলেই চরম শাস্তি! কোহলি-রোহিতদের চাপ দিয়ে বিস্ফোরক নির্দেশিকা বোর্ডের
বছর ৩৪-এর ফখর সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমি ১০০% নিশ্চিত যে পাকিস্তানের হয়ে ফের খেলব। আসলে অনেকেই জানেন না যে আমি টি২০ বিশ্বকাপের পর অসুস্থ হয়ে পড়েছিলাম। চিকিৎসা চলছিল। তাই দল থেকে বাদ পড়ি। কিন্তু, এখন আমি পুরোপুরি সুস্থ। অচিরেই আমাকে পাকিস্তানের হয়ে সাদা বলের সিরিজ খেলতে দেখা যাবে।' ২০১৭ সালে লন্ডনের ওভালে ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফখর ১১৪ রান করেছিলেন। তারপরই তিনি প্রচারের আলোয় উঠে আসেন।