Youth Arrested After Touching Virat’s Feet in Opening Match: এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে ঢুকে বিরাট কোহলিকে পাঁ ছুঁয়ে প্রণাম করায় অভিযুক্ত তরুণকে গ্রেফতার করল ময়দান থানার পুলিশ। ধৃতের নাম ঋতুপর্ণ পাখিরা। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরে। ইডেনের 'জি' ব্লকের শনিবার তিনি দর্শকাসনে ছিলেন। সাব ইনস্পেক্টর ইউ আলির অভিযোগের ভিত্তিতে ওই যুবককে 'ক্রিমিনাল ট্রেসপাসিং' ধারায় গ্রেফতার করা হয়েছে।
শনিবার যখন ঘটনাটি ঘটে, সেই সময় আরসিবির ইনিংসের ১৩তম ওভার চলছিল। ব্যাটিং করছিলেন বিরাট কোহলি। তিনি অসাধারণ খেলছিলেন। সেই সময়ই নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিয়ে জাল টপকে ওই যুবক মাঠে ঢুকে পড়েছিলেন। ক্রিজে পৌঁছে পা ধরে শুয়ে পড়ে প্রণাম করেন। বিরাটও তাঁকে বুকে জড়িয়ে ধরেন। ততক্ষণে নিরাপত্তারক্ষীরাও ছুটে এসেছিলেন। তাঁরা ওই তরুণকে সরিয়ে নিয়ে যান। সেই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এরপরই পুলিশ ওই যুবককে আটক করে। তারপরও লকআপ থেকে ওই যুবককে বলতে শোনা গিয়েছে, 'বিরাট ভগবান। ওঁর জন্য আমি সবকিছু করতে পারি।' বিরাট কোহলিকে নিয়ে ভক্তদের এমন ছোঁয়ার চেষ্টা কিন্তু, নতুন কিছু নয়। সাম্প্রতিক ইতিহাসে সংখ্যাটা বেড়েছে। সোশ্যাল মিডিয়াতেও কোহলির বিরাট ফ্যান বেস। তা দেখেই তাঁর অনুরাগীর সংখ্যাটা অনুমেয়।
কোহলির মত অতীতে খুব কম ভারতীয় ক্রিকেটারকে নিয়েই এমন তারকাসুলভ উদ্দীপনা ফ্যানদের মধ্যে দেখা গিয়েছে। এর আগে শচীন তেন্ডুলকরকে নিয়েও এমন মাতামাতির ঘটনা ঘটতে দেখেছে ভারতীয় ক্রিকেট। শচীনের ফ্যান হিসেবে রীতিমতো নাম কিনেছেন সুধীর গৌতম। তিনি খেলা দেখতে গ্যালারিতে মাথা কামিয়ে, শরীরে জাতীয় পতাকা এঁকে আর শচীনের নাম বড় বড় করে রঙিন অক্ষরে লিখে হাজির থাকতেন। শচীনের দেখা পাওয়ার চেষ্টা করায় পুলিশের হাতে মার পর্যন্ত খেতে হয়েছে সুধীরকে।
আরও পড়ুন- ঈশানের শতরানে হায়দরাবাদের দুর্দান্ত জয়, রাজস্থানকে হারাল ৪৪ রানে!
আবার মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও এমন উদ্দীপনা চোখে পড়েছে ভক্তদের মধ্যে। কিছুটা দেখা গিয়েছে রোহিত শর্মাকে ঘিরেও। ভারতের অলি-গলিতে ক্রিকেটের আমেজ যত ছড়িয়েছে, এমন উদ্দীপনাও ততই বেড়েছে পাল্লা দিয়ে। শনিবার ফের যার সাক্ষী হল ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনস স্টেডিয়াম।