IPL 2025: ঈশানের শতরানে হায়দরাবাদের দুর্দান্ত জয়, রাজস্থানকে হারাল ৪৪ রানে!

Ishan’s brilliant century helped Hyderabad secure a 44-run victory over Rajasthan at home: ঈশানের দুরন্ত শতরান, ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে হায়দরাবাদের ৪৪ রানে জয়।

Ishan’s brilliant century helped Hyderabad secure a 44-run victory over Rajasthan at home: ঈশানের দুরন্ত শতরান, ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে হায়দরাবাদের ৪৪ রানে জয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL-SRH: ঘরের মাঠ, তাই গ্যালারির অধিকাংশই ছিল হায়দরাবাদ সমর্থকদের দখলেই

IPL-SRH: ঘরের মাঠ, তাই গ্যালারির অধিকাংশই ছিল হায়দরাবাদ সমর্থকদের দখলেই। (ছবি- আইপিএল)

Ishan’s Century Leads Hyderabad to a Stunning 44-Run Victory Over Rajasthan: গতবারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ রবিবার তাদের এবছর আইপিএলের শুরুটা করল গতবছরের মতই, রাজার মেজাজে। রবিবার কাব্য মারানের দল আইপিএলের সর্বকালীন রেকর্ড ২৮৭-র এক রান কমে তাদের ব্যাটিং শেষ করে। আগে ব্যাট করে হায়দরাবাদের তোলা এই বিপুল রানের পিছনে রয়েছে ঈশান কিষাণের অপরাজিত সেঞ্চুরি। লড়াই করার চেষ্টা করেছিল প্রতিপক্ষ রাজস্থানও। কিন্তু, শেষ পর্যন্ত তারা ৬ উইকেটে ২৪২ রানে থমকে যায়। যার ফলে, এবারের আইপিএলের দ্বিতীয় ম্যাচে ৪৪ রানে জয়ী হল সানরাইজার্স। 

Advertisment

এদিনের ফলাফলটা অবশ্য এরকম না-ও হতে পারত। কিন্তু, টস জিতেও হায়দরাবাদের পাটা উইকেটে বোলিং বেছে নিয়েছিলেন রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ। ফলে, ম্যাচের ভাগ্যটা যেন সেখানেই লেখা হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা আইপিএলে ভয়ংকরতম টপ অর্ডার রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। যার জেরে তারা প্রথম ওভারে ১০, দ্বিতীয় ওভারে ১৪, তৃতীয় ওভারে ২১ রান তুলে তিন ওভারেই দলের রান ৪৫ করে নেয়। চতুর্থ ওভারে ব্যক্তিগত ২৪ রানের মাথায় অভিষেক আউট হলেও হায়দরাবাদের এই ব্যাটিং তাণ্ডব থামেনি।  

ট্রাভিস হেড আর ঈশান কিষাণ, হায়দরাবাদের এই দুই বাঁ-হাতির তাণ্ডবে রাজস্থানের বোলারদের নাভিশ্বাস উঠে যায়। শেষ পর্যন্ত ৯টি চার এবং ৩টি ছয় মেরে ৬৭ রানে হেড আউট হওয়ার পর রাজস্থান একটু শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু, ট্রাভিসের পরে ঈশানের সঙ্গে নীতীশ রেড্ডিও বেধড়ক পেটানো শুরু করেন। শেষ পর্যন্ত রেড্ডি ১৫ বলে ৩০ রান করে ফিরে যান। শেষ পর্যন্ত ঈশান ১০৬ রান করে অপরাজিত থেকে যান। হায়দরাবাদ তোলে ৬ উইকেটে ২৮৬ রান।

রাজস্থানের হয়ে সবচেয়ে বেশি রান দিয়েছেন জোফ্রা আর্চার। তিনি ৪ ওভারে ৭৬ রান দিয়েছেন। কিন্তু, কোনও উইকেট পাননি। হায়দরাবাদের বিপুল রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে রাজস্থান। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে যশস্বী জয়সওয়ালকে ফেরান সিমরজিৎ সিং। অধিনায়র রিয়ান পরাগ দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে আউট হন। কেকেআর থেকে আসা নীতীশ রান করেন ১১ রান। এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল রাজস্থানের হাল ধরেন। কিন্তু, শেষ পর্যন্ত ব্যক্তিগত ৬৬ রানের মাথায় হর্ষল প্যাটেলের বলে হেনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। আর, ধ্রুব জুরেল ব্যক্তিগত ৭০ রানের মাথায় অ্যাডাম জাম্পার বলে ফিরে যান।  

Advertisment

আরও পড়ুন- সবচেয়ে ব্যয়বহুল স্পেল জোফ্রা আর্চারের, ইতিহাসের পাতায় রাজস্থানের বোলার

এরপর রাজস্থানের হাল ধরেন শিমরন হেটমায়ার। তিনি ২৩ বলে ৪২ রান করে আউট হন। আর, শুভম দুবে ১১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। যার সুবাদে রাজস্থান ৬ উইকেটে তোলে ২৪২ রান। 

cricket Indian Premier League (IPL) IPL Sunrisers Hyderabad Rajasthan Royals