/indian-express-bangla/media/media_files/2025/03/24/VrK2i6lkvfyGM0cRT2bP.jpg)
Kohli's Fan: কোহলির অনুরাগী। (ছবি- পার্থ পাল)
Virat Kohli’s Fan Banned from Eden Gardens During IPL After Pitch Invasion: শনিবার ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে বিরাট কোহলির পা জড়িয়ে ধরা তরুণের জামিন মঞ্জুর হল। তবে, জামিন দেওয়া হলেও তাঁকে কড়া শাস্তিও দেওয়া হয়েছে। সেই শাস্তি অনুযায়ী তিনি আইপিএল চলাকালীন ইডেনে প্রবেশ করতে পারবেন না। তার আশপাশেও যেতে পারবেন না।
রবিবার ওই তরুণকে ব্যাংকশাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) বিজয়িতা দে–র এজলাসে তোলা হয়েছিল। সরকারি আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালত অভিযুক্তকে একদিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘গোটা ব্যাপারটাই পুলিশের ব্যাপার। এই নিরাপত্তা ভঙ্গ নিয়ে আমাদের কিছুই করার নেই।’
অভিযুক্তের নাম ঋতুপর্ণ পাখিরা। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরে। ইডেনের 'জি' ব্লকের শনিবার তিনি দর্শকাসনে ছিলেন। সাব ইনস্পেক্টর ইউ আলির অভিযোগের ভিত্তিতে ওই যুবককে 'ক্রিমিনাল ট্রেসপাসিং' ধারায় গ্রেফতার করেছিল ময়দান থানার পুলিশ।
আরও পড়ুন- উদ্বোধনী ম্যাচে বিরাটের পা ছুঁয়ে প্রণাম! পুলিশ গ্রেফতার করল তরুণকে
শনিবার যখন ঘটনাটি ঘটে, সেই সময় আরসিবির ইনিংসের ১৩তম ওভার চলছিল। ব্যাটিং করছিলেন বিরাট কোহলি। তিনি অসাধারণ খেলছিলেন। সেই সময়ই নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিয়ে জাল টপকে ওই যুবক মাঠে ঢুকে পড়েছিলেন। ক্রিজে পৌঁছে পা ধরে শুয়ে পড়ে প্রণাম করেন। বিরাটও তাঁকে বুকে জড়িয়ে ধরেন। ততক্ষণে নিরাপত্তারক্ষীরাও ছুটে এসেছিলেন। তাঁরা ওই তরুণকে সরিয়ে নিয়ে যান। সেই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
Moment Of The Match ❤️
— Harsh 17 (@harsh03443) March 22, 2025
A Fan Branches Everything For Virat Kohli And Touches His Feet What A Madness As A Fan Pure Kattar Kolhi Supporter 🥺❤️..#ViratKohli𓃵 | #KKRvRCBpic.twitter.com/6bcZ6eer3H
আদালতে অভিযুক্ত জানিয়েছে, সে বিরাট কোহলির বড় ফ্যান। সেই কারণেই কোহলির পা ছুঁতে চেয়েছিল। এবারে উচ্চমাধ্যমিক দিয়েছে ওই তরুণ। তার অন্য কোনও উদ্দেশ্য ছিল না। তার বয়সের কথা এবং প্রথমবারের ঘটনা- এটা মাথায় রেখেই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে আদালত। জামিনের পর অভিযুক্ত প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে বলেছে, 'তাঁকে আইপিএলের বাকি ম্যাচগুলোয় ইডেনে ঢুকতে দেওয়া হবে না, আদালত এই নির্দেশ দেওয়ায় তাঁর আফশোস হচ্ছে।'