সোশাল মিডিয়ায় তুলোধোনা পন্থকে, উঠল ধোনিকে ফেরানোর জোরাল দাবি

ধোনির ফ্য়ানেরা ডিআরএস-কে ধোনি রিভিউ সিস্টেম নামেই ডাকেন। ফলে পন্থের একের পর এক ভুল রিভিউ নেওয়ার ঘটনায় তাঁরা তেলে বেগুনে জ্বলে উঠেছেন।

ধোনির ফ্য়ানেরা ডিআরএস-কে ধোনি রিভিউ সিস্টেম নামেই ডাকেন। ফলে পন্থের একের পর এক ভুল রিভিউ নেওয়ার ঘটনায় তাঁরা তেলে বেগুনে জ্বলে উঠেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Fans Ask For MS Dhoni As Rishabh Pant Struggles With Gloves

সোশাল মিডিয়ায় তুলোধোনা পন্থের, উঠল ধোনিকে ফেরানোর জোরাল দাবি

না ব্য়াট হাতে, না স্টাম্পের পিছনে! ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্য়াচে কার্যত 'ফ্লপ শো' ঋষভ পন্থের। ভারতের তরুণ উইকেটকিপার-ব্য়াটসম্য়ানের ২৬ বলে ২৭ রানের ইনিংস নিয়ে সোশাল মিডিয়ায় সেভাবে কথা হচ্ছে না যদিও।

Advertisment

পন্থ চূড়ান্ত সমালোচিত হচ্ছেন রিভিউ নেওয়ার ব্য়র্থতার জন্য়। কার্যত ক্রিকেট ফ্য়ানেরা পন্থকে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। তাঁদের একটাই বক্তব্য় অবিলম্বে দলে ফেরানো হোক মহেন্দ্র সিং ধোনিকে।

রবিবার মুশফিকুর রহিমের ব্য়াটে (৪৩ বলে অপরাজিত ৬০) ভর করেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সাত উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। মুশফিকুরই হয়েছেন ম্য়াচের সেরা।

আরও পড়ুন-রাখে হরি মারে কে! পন্থ-রোহিতের রিভিউ ব্য়র্থতায় চারবার প্রাণ পেলেন মুশফিকুর

Advertisment

ঘটনাচক্রে এই ম্য়াচে মুশফিকুর চারবার প্রাণ পেয়েছেন। এর মধ্য়ে তিনবারই ডিআরএস নেয়নি ভারত। বলা ভাল পন্থ বুঝতেই পারেননি। আবার পন্থ এমন একবার ডিআরএস-এর আবেদন জানালেন যখন ব্য়াটসম্য়ান বলে খোঁচাই দেননি।

টুইটারের বাছাই করা প্রতিক্রিয়াগুলো রইল

ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)-এর ব্য়াপারে ধোনি নিজেকে একটা অন্য় পর্যায় নিয়ে গিয়েছেন। দেখতে গেলে প্রায় ৯৫ শতাংশ সময় তিনি সঠিক রিভিউ নিয়েছেন। ধোনির ফ্য়ানেরা ডিআরএস-কে ধোনি রিভিউ সিস্টেম নামেই ডাকেন। ফলে পন্থের একের পর এক ভুল রিভিউ নেওয়ার ঘটনায় তাঁরা তেলে বেগুনে জ্বলে উঠেছেন।

আরও পড়ুন-দল আর ধোনিকে আঁকড়ে নেই, ‘এগিয়ে যাওয়ার’ বার্তা নির্বাচকদের

এমএস ধোনি বিশ্বকাপের পর থেকে আর দেশের জার্সিতে মাঠে নামেননি। তিনি কবে মাঠে ফিরবেন সে ব্য়াপারে এখনও নিশ্চিত ভাবে কিছুই বলা সম্ভব হচ্ছে না। অন্য়দিকে নির্বাচকরা পন্থকেই ধোনির বিকল্প হিসাবে এগিয়ে যাচ্ছেন। এমএসকে প্রসাদ সাফ জানিয়ে দিয়েছেন যে, পন্থই তাঁদের এক নম্বর পছন্দ।

MS DHONI Rishabh Pant